খুবই কম ওজনের মধ্যে লেটেস্ট ডিজাইনের ৯ টি দারুন বালার কালেকশন দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: সোনার গয়নার সাথে বরাবর থেকেই মানুষের কিন্তু এক প্রকার আলাদা আবেগের সম্পর্ক রয়েছে যা অন্য কোন ধাতুর সঙ্গে নেই। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের সঙ্গে বিয়ের সিজন স্পেশাল কিছু গোল্ড বালার ডিজাইন দেখাবো। যদি আপনি সম্প্রতি বিয়ের সিজনের সোনার গয়না কেনার কথা ভাবছেন নিশ্চিন্তে এই বালার ডিজাইন গুলো ট্রাই করে দেখতে পারেন। যারা গয়নার দোকানে গিয়ে ডিজাইন নিয়ে সমস্যায় পড়েন তাদের কাছে কিন্তু এই প্রতিবেদনটা বেশ সাহায্যকারী হিসেবে পরিগণিত হবে।

১) প্রতিবেদনের শুরুতেই যে কালেকশনটি আপনারা দেখতে চলেছেন সেটাতে ম্যাট ফিনিশিং এর উপর এত দুর্দান্ত ভাবে ঝিলেকাটা কাজ করা রয়েছে যে সামনাসামনি না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। ফ্লাওয়ার ডিজাইনের উপর এই ধরনের বালা বিয়ের দিনের জন্য একদম পারফেক্ট।আনুমানিক দাম পড়বে ১,১২,৫০০ টাকা।

২) দ্বিতীয় যে ডিজাইনটা আপনারা দেখতে চলেছেন সেটা অনেকটা চূড়ের মত স্টাইলে তৈরি করা হয়েছে। ব্রাইডাল কলেকশন হিসেবে এতটা ভরাট ডিজাইন অনেকেই পছন্দ করে থাকেন। কালেকশন টার দাম ১,৩৫,০০০ টাকা।

৩) এবার যে কালেকশনটা আপনারা দেখছেন সেটাই অনেকটা বিটের মতন ডিজাইন এর পাশাপাশি লাল আর কমলা রঙের মিনা কারি কাজ করা রয়েছে। এই কালেকশনটির দাম পড়বে প্রায় ৯৯ হাজার টাকা।

৪) যারা একটু হালকা ডিজাইনের মধ্যেই বিভিন্ন ধরনের নকশা করা বালা নিতে চান তারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। ৯৪,৫০০ টাকা এই কালেকশন টার দাম পড়বে।

৫) যারা খিলান দেওয়া বালা পছন্দ করে থাকেন এই ধরনের বিটের ডিজাইন করা এবং গদার মতন বালা নিতে পারেন। যেকোনো অনুষ্ঠানে আপনারা এগুলো করতে পারবেন। দাম পড়বে প্রায় ৯৪,৫০০ টাকা।

৬) যারা একটু ভরাট ডিজাইন এর মধ্যে বাউটি নিতে চাইছেন অবশ্যই এই ডিজাইনটা ট্রাই করে দেখতে পারেন। হাতে এটি পড়ে নিলে নববধূদের আর অন্য কিছু পড়ার প্রয়োজন পড়বে না। ১,৪৪,০০০ টাকা এই কালেকশন টার দাম পড়বে।

৭) হালকা ডিজাইনের মধ্যে মিনাকারি কাজ করা বালা নিতে চাইলে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। এগুলো কিন্তু আপনারা এক পিস নিয়েও পড়তে পারবেন। ৯০ হাজার টাকা দাম পড়বে।

৮) এবার যে বালা জোড়া আপনারা দেখছেন সেটা সম্পূর্ণ ম্যাট ফিনিশিং এর উপর স্টোন বসিয়ে এবং ময়ূরের মিনাকারি ডিজাইনে তৈরি করা হয়েছে। ৯৯ হাজার টাকা এটার দাম পড়বে। বিয়ের দিনের জন্য অবশ্যই এই ধরনের ডিজাইন ট্রাই করতে পারেন।

৯) এবার যে কালেকশনটা আপনারা দেখছেন এটাও কিন্তু একদম এক্সক্লুসিভ কালেকশন এর মধ্যে পড়ছে। অত্যন্ত গ্লসি প্যাটার্নের উপর সূর্যমুখী ফুলের একটা লাল রঙের মিনাকারি কাজ করা রয়েছে। ১,০৩,৫০০ টাকা মোটামুটি এই কালেকশনটা তৈরি করতে গেলে আপনাদের খরচ করতে হবে।

Leave a Comment