







নিজস্ব প্রতিবেদন: একটা সময় পর্যন্ত মহিলাদের প্রথম পছন্দ হিসেবে বিভিন্ন ইমিটেশন আর সিটি গোল্ডের গয়নাই সবার উপরে ছিল। তবে এখন যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদা পাল্টেছে, ফলস্বরূপ এই সমস্ত জায়গা দখল করে নিয়েছে নানান রকমের লেটেস্ট ডিজাইনার হ্যান্ডমেড জুয়েলারি। হাল ফ্যাশনের এই সমস্ত জিনিসগুলো কিন্তু সকল বয়সের মহিলারাই পরিধান করতে বেশ পছন্দ করে থাকেন।।
আমাদের বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে আজ পর্যন্ত নানান ধরনের সোনা বা অন্য কোন ডিজাইনের কালেকশন আমরা দেখিয়েছি। তবে আজ একটু ভিন্ন ধরনের হ্যান্ডমেড কিছু কানের দুলের ডিজাইন আপনাদের দেখাবো। মোটামুটি আশেপাশের অনেক কসমেটিক্সের দোকানে অথবা অনলাইনে আপনারা খুব সহজেই কিন্তু এরকম ধরনের হ্যান্ডমেড জিনিস কিনে নিতে পারবেন। যে কোন অকেশনে পড়ার জন্যেও এগুলো কিন্তু দারুণ মানাবে।




১) প্রতিবেদনের শুরুতেই যে কানের দুলটি আপনাদের দেখাতে চলেছি সেটার উপরে খুব সুন্দর ভাবে নববধূর মতন একটা ডিজাইন করা রয়েছে। বিয়ে জাতীয় যেকোনো অকেশানে শাড়ির সাথে এরকম একটা কালেকশন আপনারা ট্রাই করতে পারেন।
২) এবার যে ডিজাইনটি আপনাদের হাতে চলেছি সেটা কিন্তু অনেকটা মা কালীর মুখের আদলে তৈরি করা হয়েছে। এই ধরনের কানের দুল কিন্তু আপনারা যে কোন ট্রেডিশনাল অকেশনে ক্যারি করতে পারেন।।




৩) ফ্লাওয়ার ডিজাইনের উপরেই একটা আলাদা ধরনের মুখের আদলে এই কানের দুলটা তৈরি করা হয়েছে। কম বয়সী মেয়েদের ক্ষেত্রে শাড়ির সঙ্গে এই ধরনের ডিজাইন ভালো মানাবে।।
৪) প্রদীপের ডিজাইনে তৈরি একটা খুব সুন্দর হ্যান্ড মেড কানের দুল আপনাদের দেখাতে চলেছি। যেকোনো পুজোর দিনে অথবা অকেশন পারপাসে এটা ট্রাই করতে পারবেন।




৫) এবার যে ডিজাইনটি আপনাদের দেখাচ্ছি সেটা অনেকটা গাছের নকশার উপরে তৈরি করা হয়েছে যা কোন এথেনিক পোশাকের সঙ্গে মানানসই। কম বয়সী মেয়েরা কিন্তু এই ধরনের কানের দুল পড়তে পারেন।।
৬) সম্পূর্ণ বাঙালিয়ানা বজায় রেখে এই কানের দুলটা তৈরি করা হয়েছে যার মধ্যে একটি বিশেষ নাম লেখা রয়েছে। চাইলে আপনারাও কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী নাম কাস্টমাইজ করে নিতে পারেন।




৭) চন্দ্রাকৃতি ডিজাইনের উপরে এই মিষ্টি কানের দুলটা তৈরি করা হয়েছে। মোটামুটি শাড়ি অথবা যে কোন ট্রাডিশনাল ড্রেসের সাথে ট্রাই করতে পারবেন।
৮) প্রতিবেদনের একদম শেষে যে কালেকশনটি আমরা আপনাদের দেখাবো এটাও কিন্তু একটা আলাদা ধরনের ডিজাইন যা কলকার নকশা এবং মাছের ডিজাইনে তৈরি করা হয়েছে। নিখুঁতভাবে এটার উপরে কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে।











