খুবই কম ওজনের মধ্যে লেটেস্ট ডিজাইনের সোনার ঝুমকোর ৪টি কালেকশন দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: সোনার গয়না পড়তে পছন্দ করেন না এরকম মহিলা হয়তো আমাদের আশেপাশে খুব কমই রয়েছেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা কিছু লেটেস্ট ডিজাইনের সোনার ঝুমকো কালেকশন আপনাদের দেখাতে পেরেছি। খুবই কম ওজনের মধ্যে এই কানের দুল গুলো তৈরি করা হয়েছে। চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এই বিশেষ ডিজাইন।

১) প্রতিবেদনের শুরুতেই যে কানের দুলটি আপনারা দেখতে চলেছেন সেটা সম্পূর্ণ সিম্পল ডিজাইনের উপরে ফ্লাওয়ার এর কাজ করে ফুটিয়ে তোলা হয়েছে। রেগুলার ইউজের জন্য এই ধরনের একটা মিষ্টি ডিজাইন আপনারা পরিধান করতে পারেন। ৩২৫০০ টাকা এটার দাম পড়বে

২) এবার যে দ্বিতীয় ডিজাইনটা আপনারা দেখতে চলেছেন সেটাও ফ্লাওয়ার এর উপরেই পলিসিংয়ের কাজ করে ঝুমকো তৈরি করা হয়েছে। ৫৩ হাজার টাকা এই মিষ্টি কালেকশন টার আনুমানিক মূল্য।

৩) এবার একটা ডবল লেয়ার ঝুমকো আপনাদের দেখাতে চলেছি যেটা যে কোন অকেশনে অথবা বিয়ের দিন ট্রাই করতে পারেন। এটাও বেশ হালকা ওজনের মধ্যেই তৈরি করা হয়েছে। ৬৬ হাজার ৪০০ টাকায় এই কালেকশন টা পেয়ে যাবেন।

৪) এবার অনেকটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে ঠাসা ওয়ার্কের মধ্যে এক ধরনের মিনাকারি কাজ করা ঝুমকো আপনাদের দেখাতে চলেছি। এটাও একটা ভীষণ সুন্দর ডিজাইন। ৯২ হাজার ৩০০ টাকার মধ্যে এটা পেয়ে যাবেন।

আজ আমরা যে বিশেষ চারটি কালেকশন আপনাদের দেখালাম সেগুলো কিন্তু এক কথায় লেটেস্ট আর আধুনিক ডিজাইনের উপর তৈরি করা হয়েছে। সকল বয়সের মহিলারাই এগুলো পরিধান করতে পারবেন। তবে অবশ্যই গহনা কেনার আগে হলমার্ক এবং দৈনন্দিনদর যাচাই করে নিতে ভুলবেন না।

Leave a Comment