







নিজস্ব প্রতিবেদন: গয়না পড়তে কমবেশি সকল মহিলারাই পছন্দ করে থাকেন। বিশেষ করে সেটা যদি সোনা দিয়ে তৈরি হয় তাহলে তো আর অন্য কোন কথাই নেই। তবে অবশ্যই বর্তমান সময়ে দাঁড়িয়ে যেভাবে প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে চলেছে তাতে সাধারণ মানুষ যখন ইচ্ছা তখন সোনা কিনতে পারবেন এমনটা আশা করা যায় না। আজকের এই বিশেষ প্রতিবেদনে সমস্ত দিক মাথায় রেখে আমরা লেটেস্ট ডিজাইনের কিছু সীতাহারের কালেকশন আপনাদের সাথে শেয়ার করব। আসুন ডিজাইনগুলো দেখে নেওয়া যাক।
১) প্রতিবেদনের শুরুতেই যে ভরাট ডিজাইনের সীতাহার টা আপনারা দেখছেন সেটা সম্পূর্ণ ম্যাট আর ঝিলের কম্বিনেশন এর একটা ঠাসা ওয়ার্ক এর উপর তৈরি করা হয়েছে। ৭,৩২,০০০ টাকা এই কালেকশনটার আনুমানিক মূল্য।




২) মিনাকারি কাজের উপরে ছোট ছোট মটর দানার মতন চেনের কাজ করে এই সীতাহার টা তৈরি করা হয়েছে। ৪,৬৯,০০০ টাকা এই কালেকশন টার আনুমানিক মূল্য।
৩) কণ্ঠনালী বরাবর অনেকটা লকেটের মতো ডিজাইনে ফিনিশিং দিয়ে এই সীতাহারটা তৈরি করা হয়েছে।৩,৫৩,০০০ টাকা এই কালেকশনটার আনুমানিক মূল্য।
৪) সম্পূর্ণ লকেটের সাথে ড্রপের কাজ করে এই সীতাহার তৈরি করা হয়েছে। ৫,৫৫,০০০ টাকার মধ্যে এই কালেকশনটা তৈরি করা হয়েছে।




৫) বালি ফস্টিং এর উপরে খুব সুন্দর মিনাকারি কাজ করে বেশ ভরাট ডিজাইনে এই সীতাহার তৈরি করা হয়েছে। বিয়ের দিনের জন্য একদম পারফেক্ট কালেকশন। ৩,৩৩,০০০ টাকা এটা আনুমানিক মূল্য।
৬) বেশ হালকা দেখতে হলেও আদতে হেভি লুক বহন করবে এই সুন্দর সীতাহারের ডিজাইন টা। ৩,৬০,০০০ টাকার মধ্যে এই ধরনের একটা কালেকশন আপনারা সংগ্রহ করে নিতে পারবেন।




৭) বেশ সুন্দর কল্কার নকশার মধ্যে খাঁচ কাটা ডিজাইনে এই সীতাহার তৈরি করা হয়েছে। বিয়ের দিন এই সীতাহার টা পড়ে নিলে আর অন্য কিছু করার দরকার হবে না। ৫,৭৭,০০০ টাকা, এটার আনুমানিক মূল্য।
৮) একদম হালকা ডিজাইনের মধ্যে এই সিতাহার টা তৈরি করা হয়েছে।৩,৭৩,০০০ টাকা এটার আনুমানিক মূল্য।




৯) স্টোন স্টারটেড ডিজাইনের ছোট ছোট মটর দানার মতন কাজ করে এই দুর্দান্ত সেটের সীতাহার টা তৈরি করা হয়েছে। ৪,৭২,০০০ টাকা, এটার আনুমানিক মূল্য।
১০) চলে আসা যাক আমাদের আজকের প্রতিবেদনের সর্বশেষ কালেকশনে। একদম ভরাট ডিজাইনের মধ্যে অনেকটা নেকলেসের স্টাইলে ঝিলের কাজের উপর এই সীতাহারটা তৈরি করা হয়েছে। যার দাম পড়বে ৪,৭২,০০০ টাকা।











