







নিজস্ব প্রতিবেদন: সোনার গয়নার সাথে মানুষের যে আবেগের সম্পর্ক রয়েছে সেটা কখনোই পরিবর্তিত হওয়ার নয়। মূল্যবৃদ্ধির বাজারেও তাই বিয়ের সিজানে সোনার গয়নার দোকানে ভিড় দেখে অবাক হয়ে যেতে হয়। আজকের এই বিশেষ প্রতিবেদনে তাই ব্রাইডাল প্যাকেজের কথা মাথায় রেখেই সোনার জড়োয়া নেকলেসের কিছু কালেকশন আপনাদের দেখাবো যা বিয়ের দিন খুব সহজেই কিন্তু নববধূরা ক্যারি করতে পারেন। সময় নষ্ট না করে আসুন ডিজাইন গুলো দেখে নেওয়া যাক।
১) প্রতিবেদনের শুরুতেই একটা চওড়া ডিজাইনের সীতাহার স্টাইল এর জরোয়া নেকলেস আপনাদের দেখাচ্ছি। এটা গলায় পড়ে নিলে কিন্তু নতুন বউকে আর অন্য কোন গয়না পড়তে হবে না। সম্পূর্ণ সলিড পলিশের উপরে ফিনিশিং দিয়ে এটাকে তৈরি করা হয়েছে।




২) দ্বিতীয় যে জড়োয়ার নেকলেস টা আপনারা দেখতে চলেছেন সেটা অনেকটা চোকারের স্টাইলে তৈরি করা হয়েছে। আপনারা মানানসই কানের দুলও পেয়ে যাচ্ছেন সাথে।
৩) এবার যে নেকলেসটি আপনারা দেখতে চলেছেন সেটা সম্পূর্ণ গলা থেকে শুরু করে প্রায় বুকের নিচ অংশ পর্যন্ত জুড়ে থাকবে। রাজকীয় ছোঁয়ায় সুন্দর ঝিলে কাটা কাজের ফিনিশিং দিয়ে এটাকে তৈরি করা হয়েছে।
৪) এবার একটা দুই ধাপের ডিজাইন করা নেকলেস আপনাদের দেখাবো যার উপরের অংশ নেকলেসের মতন এবং নিচের অংশ সিতাহারের মতন।এখানটা সিঙ্গেল ফ্লাওয়ার এর ডিজাইনের ড্রপের কাজ করে তৈরি করা হয়েছে।। সাথে থাকছে মানানসই কানের দুল।




৫) এবার একটা চওড়া ডিজাইনের মধ্যে খুব সুন্দর বলের কাজ করা এবং বালি ফস্টিং এর উপর তৈরি সীতাহার আপনাদের দেখাতে চলেছি। বিয়ের দিন পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে।
৬) অনেকটা ফুলের মালার মতন কাজ করে এই সীতাহার টা তৈরি করা হয়েছে। বেশ সুন্দর একটা ডিজাইনের কানের ও আপনারা এর সঙ্গে পাবেন।




৭) এবার যে নেকলেসটি আপনারা দেখতে চলেছেন সেটা সম্পূর্ণ ম্যাট ফিনিশিং এর উপরে সরু চেনের মতন ঝালরের কাজ করে তৈরি করা হয়েছে। এটা নেকলেস অথবা সী তাহার দুটোর সঙ্গে তুলনা করা যেতে পারে।
৮) এবার যে নেকলেসটি আপনারা দেখতে চলেছেন তার একদিকে রয়েছে ফ্লাওয়ারের পেটালের ডিজাইন এবং অন্যদিকে রয়েছে সরুর চেইনের ডিজাইন। মানানসই কানের দুলের সঙ্গে এটাকে প্রস্তুত করা হয়েছে।




৯)এবার একটা চোকার এবং সিতাহারের সাউথ ইন্ডিয়ান স্টাইল আপনাদের দেখাবো। একদম হালকা এবং ইউনিক জুয়েলারি বিয়ের দিন ক্যারি করতে চাইলে এরকম একটা ডিজাইন আপনারা দেখতে পারেন।
১০) চলে আসা যাক আমাদের প্রতিবেদনের সর্বশেষ কালেকশনে। একদম সিম্পল ডিজাইনের উপরে ফ্লাওয়ার মোটিভ আর ম্যাট ফিনিশিং এ কাজ করা একটা নেকলেস এখানে দেখবেন। রিসেপশনের দিন এই ধরনের গয়না ট্রাই করলে ভালো হবে।











