







নিজস্ব প্রতিবেদন: প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই নিজস্ব একটি বাসস্থান তৈরি করার সুপ্ত আকাঙ্ক্ষা থাকে। তবে ভাল লোকেশনে জমি ছাড়া কিন্তু এই আকাঙ্ক্ষা পূর্ণ করা কোনোভাবেই সম্ভব নয়। এই জমি কিনতে গিয়েই কিন্তু বেশি সমস্যার মধ্যে পড়ে থাকেন সাধারণ মানুষ। সব ক্ষেত্রেই যেহেতু সাধারণ মানুষের একটা নির্দিষ্ট বাজেট থাকে, তাই সাধারণ মানুষকে অনেকটাই কষ্ট করতে হয় জমি কিনতে গেলে। মূল্যবৃদ্ধির বাজারে অল্প খরচে জমি পাওয়া কিন্তু একেবারেই দুষ্কর ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে বাড়ি তৈরি করা হবে? বলুন তো! তবে পাঠক বন্ধুদের এই চাহিদার কথা মাথায় রেখেই আমরা আজ নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত জমির খোঁজ যা খুব স্বল্প খরচেই আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে সময় নষ্ট না করে আজকের প্রতিবেদনটি শুরু করা যাক।




আমরা আপনাদের দেখাবো কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র গড়িয়া। এখানকার নাট্যমহল স্টপেজ থেকে মাত্র তিন মিনিটের হাঁটা পথে একটি জমি আপনাদের দেখাবো। অত্যন্ত সুন্দর পরিবেশের মধ্যে ২০ ফুট রাস্তার পাশেই এই জমিটি রয়েছে। বাড়ির একেবারে খুব কাছেই এখানে আপনারা পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। পাশাপাশি ৫ মিনিটের মধ্যেই পেয়ে যাবেন স্কুল, কলেজ, বাজার, ব্যাংক, এটিএম সহ অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা। গড়িয়া রেলস্টেশন থেকে অটো ধরে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানেই আমাদের আজকের লোকেশনে পৌঁছে যেতে পারবেন। কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে এই জায়গাটির দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার।
এখানে মোট জমির পরিমাণ ২ কাঠা। প্রতি কাঠা এর দাম নির্ধারণ করা হয়েছে ৬.৫ লক্ষ টাকা। মোটামুটি ভালো যোগাযোগ ব্যবস্থা সহকারে এই ধরনের একটা জমি যদি কিনে আপনি বসবাস করতে চান তাহলে আর এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা উচিত নয়। দেরি না করে দ্রুত যোগাযোগ করে নিন নিচের দেওয়া নম্বরে।
Contact : 9073145145











