







নিজস্ব প্রতিবেদন: ব্যবসা হলো মানুষের কাছে এমন একটা মাধ্যম যেটা ছাড়া কখনোই কোন অবস্থাতেই নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই পাঠক বন্ধুদের উদ্দেশ্যে একটি দুর্দান্ত ব্যবসার আইডিয়া শেয়ার করে নিতে চলেছি।বিগত কয়েক বছরে দুর্নীতির কারণে সাধারণ মানুষের যেহেতু চাকরির উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে তাই তাদের জন্য কিন্তু এটাই একটা সর্বসেরা মাধ্যম।
আজ আমরা আপনাদের বলব কটন বার্ডসের ব্যবসার কথা। দৈনন্দিন জীবনে এই জিনিসটির কি কাজ রয়েছে এবং এই জিনিসটি কতটা প্রয়োজনীয় তা আপনারা সকলেই জানেন। যে কোন মেডিক্যাল স্টোরেই কিন্তু এটা বিক্রি করা হয়ে থাকে। সাইজ অনুযায়ী এবং পরিমাণ অনুযায়ী এর দাম হয়ে থাকে।




কটন বাডস তৈরি করার জন্য র মেটেরিয়াল হিসেবে আপনাদের প্রয়োজন হবে তুলো। এছাড়া আপনাদের যা যা প্রয়োজন হবে তার মধ্যে রয়েছে সরু পাইপের মতন বা রবারের মতন কিছু জিনিস এবং মেশিন। আপনারা খোলা প্যাকেটে বিক্রি করতে চান সেক্ষেত্রে পলিব্যাগের মতন সিলিং প্যাকেট ব্যবহার করতে পারেন। আবার চাইলে কিন্তু একটা ভালো প্যাকেজিং মেশিন কিনে কটন বাডস গুলোকে প্যাকিং করেও বিক্রি করতে পারেন।। একদম স্বল্প খরচে এই ব্যবসাটা শুরু করতে পারবেন এবং এই ব্যবসাটা করতে গেলে আপনাদের ভবিষ্যৎ নিয়েও কোন চিন্তা করতে হবে না।
মোটামুটি এই ব্যবসা শুরু করার জন্য যেটুকু আপনাদের জানা প্রয়োজন ছিল তার সমস্তই আমাদের প্রতিবেদনের এই দুটি অংশে আমরা শেয়ার করে দিয়েছি। এই ব্যবসা শুরু করতে আগ্রহী থাকলে আপনারা সরাসরি ইন্ডিয়া মার্ট ওয়েবসাইট থেকে কিন্তু জিনিস কিনে নিতে পারেন।। এখানে কটন বার্ডস তৈরি করা ছাড়াও আরো বিভিন্ন ধরনের মেশিন আপনারা পেয়ে যাবেন যা দিয়ে শুরু করে ফেলতে পারেন নিজেদের স্বপ্নের ব্যবসা।











