







নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ কিন্তু অর্থ উপার্জনের লক্ষ্যে নিজেদের একটা ব্যবসা শুরু করার কথা চিন্তাভাবনা করছেন। তবে এখন আমাদের আশেপাশের যা পরিস্থিতি তাতে সত্যি কথা বলতে গেলে ব্যবসা ছাড়া আর অন্য কোন উপায় ও তো নেই। সরকারি এবং বেসরকারি ক্ষেত্রগুলোতে এখন আর কেমন কর্মচারী নিয়োগ নেই।
এই অবস্থায় দাঁড়িয়ে সাধারণ মানুষের পক্ষে আর কি করনীয়? তবে যারা নতুন ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু এই ক্ষেত্রে বেশ অসুবিধার মুখোমুখি হতে হয়। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সাথে শেয়ার করে নিতে চলেছি একটি এমন ব্যবসার কথা যেটা মাত্র ১৮ হাজার টাকার মধ্যেই আপনারা শুরু করতে পারবেন। যারা সম্প্রতি ব্যবসা শুরু করার কথা চিন্তা ভাবনা করছেন অবশ্যই কিন্তু প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন।




কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাই এর ব্যবসা কিভাবে শুরু করবেন?
এই ব্যবসাটি শুরু করার জন্য আপনাদের একটি মেশিনের প্রয়োজন হবে যার দাম মাত্র ১৮ হাজার টাকা অর্থাৎ সাধারণ মধ্যবিত্ত মানুষের সাধ্যের মধ্যেই। ব্যবসাটি শুরু করার জন্য আপনাদের যে সমস্ত কাঁচামাল প্রয়োজন হবে তার মধ্যে প্রধান জিনিস হচ্ছে চিনি আর ফুড কালার। একদম কম খরচে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারবেন। মেশিনের দাম আমরা আগেই উল্লেখ করে দিলাম আর যে কাঁচামাল গুলোর কথা বললাম সেটা কিন্তু লোকাল মার্কেটের যে কোন জায়গা থেকেই আপনারা সংগ্রহ করে নিতে পারবেন।




কটন ক্যান্ডির ব্যবসা শুরু করার জন্য আপনারা চাইলে যে কোন জনসমাগম পূর্ণ স্থান যেমন মেলা, খোলা বাজারে অথবা পার্কের কাছাকাছি বসতে পারেন। বাচ্চা থেকে বড় সকলের কাছেই কিন্তু এটা খুবই লোভনীয় খাবার তাই বিক্রি হতে খুব একটা সময় লাগবে না। এক্ষেত্রে একটি ক্যান্ডি তৈরি করতে আপনাদের খরচ পড়বে ২-৩ টাকা যেটা আপনারা প্রায় ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত দামে বিক্রি করতে পারবেন।।
যতটা আপনারা লাভ রাখতে পারবেন ততটাই কিন্তু আপনাদের উপার্জনের পরিমাণও বেশি হবে। যারা ব্যবসা শুরু করতে আগ্রহী রয়েছেন তাদের জন্য আমরা প্রতিবেদনের একদম শেষে ম্যানুফ্যাকচারিং ইউনিটের ঠিকানা উল্লেখ করে দিচ্ছি। এখান থেকেই আপনারা কিন্তু খুব সহজে একেবারে কম খরচে মেশিন কিনে নিজেদের কাজ শুরু করে দিতে পারেন।
Sabita industry
Bandel, Hooghly, West Bengal
Pincode – 712104
Contact: 8100162853/8100166392.











