কলকাতার খুব কাছেই একেবারে সস্তায় জমি সহ কিনে ফেলুন নতুন দোতলা বাড়ি, না দেখলে মিস করবেন

নিজস্ব প্রতিবেদন: আপনি কি সম্প্রতি একটি রেডিমেড বাড়ি কেনার কথা চিন্তা-ভাবনা করছেন? অথচ এখনো পর্যন্ত সেরকম কোন জায়গার সন্ধান পাননি? তাহলে আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুধুমাত্র আপনাদের জন্যই। বাংলার বুকেই একটা দারুন লোকেশনে আজ আমরা আপনাদের সঙ্গে নতুন দোতলা বাড়ি বিক্রি নিয়ে আলোচনা করতে চলেছি।কিনতে আগ্রহী থাকলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নেবেন।

চন্দননগরে অবস্থিত এই বাড়িটির ২ কাঠা ১ ছটাক জমির উপর অবস্থিত। এই সম্পত্তিটির বয়স হলো ১০ বছর। বাড়িটিতে সবমিলিয়ে পাঁচটি বেডরুম রয়েছে। এছাড়াও রয়েছে দুটি বাথরুম এবং দুটি কিচেন। বাড়িটির সম্পূর্ণ মেঝের কিছুটা অংশ টাইলস আর কিছুটা অংশ মোজাইক করা রয়েছে। দোতলা এই বাড়িটিতে যে দুটি বাথরুম রয়েছে দুটোতেই টাইলস বসানো রয়েছে এবং রান্নাঘরেও আধুনিকভাবে সবকিছু সাজানো রয়েছে।

বাড়িটির দুদিকেই রোদ আর বৃষ্টি থেকে বাঁচার জন্য টিন দিয়ে শেড করা রয়েছে তাই আপনাদের আর আলাদা করে খরচ করার কিন্তু প্রয়োজন হবে না। বাড়িটিতে যে ড্রয়িং রুম রয়েছে তার সিলিং আর মেঝে দুর্দান্ত ডিজাইন করা রয়েছে এবং আকারটাও তুলনামূলকভাবে অনেকটাই বড়।

ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন বাড়িটির ভেতরের কালার কম্বিনেশন এতটাই দুর্দান্ত যে যে কোন মানুষেরই সহজে পছন্দ হয়ে যাবে। চন্দননগর স্টেশন থেকে মাত্র তিন মিনিটের হাঁটা দূরত্বে এই বাড়িটি অবস্থিত। পাথর ছোড়া দূরত্বে বাজার এবং হাসপাতাল রয়েছে এখান থেকে। আলাদাভাবে গাড়ির পার্কিং করতে না পারলেও আপনারা কিন্তু খুব সহজেই বাইক পার্ক করতে পারবেন।

ভবিষ্যতে কোন সমস্যা হলে সহজেই আপনারা লোন নিতে পারবেন কারণ ডকুমেন্টের কোন অসুবিধা এখানে থাকছে না। সবমিলিয়ে দুর্দান্ত এই বাড়িটির দাম রাখা হয়েছে ৬০ লক্ষ টাকা। যেকোনো ছোট বা মাঝারি ফ্যামিলি খুব সহজেই এই বাড়িটি কিনে নিতে পারেন আপনাদের বাজেটের মধ্যে থাকলে। যদি এই বাড়িটি পছন্দ হয় বা অন্যান্য কোন বিষয় সম্পর্কে জানতে আগ্রহী থাকেন তাহলে আর দেরি না করে যোগাযোগ করুন 8240174758/8910254563 এই নম্বর গুলিতে।

Leave a Comment