বাংলার বুকে এই প্রপার লোকেশানে খুবই সস্তায় কিনে নিন জমি, না দেখলে পস্তাবেন পরে

নিজস্ব প্রতিবেদন: জমি হল মানুষের কাছে একটি অত্যন্ত মূল্যবান সম্পদ। পাঠক বন্ধুদের মধ্যে অনেকেই হয়তো কোন প্রজেক্ট তৈরির জন্য অথবা নিজের একটা ছোট্ট বাড়ি তৈরির জন্য জমির খোঁজ করছেন। তবে এই মূল্য বৃদ্ধির বাজারে একটা ভালো লোকেশনে জমি পাওয়াটা কিন্তু সহজ ব্যাপার নয়। তাই মাঝেসাঝেই আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে অনেক জমির খোঁজ নিয়ে এসে থাকি। আজকের এই বিশেষ প্রতিবেদনেও নিয়ে চলে এসেছি তেমনই একটি জমির খোঁজ। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এটা শেয়ার করে নেবেন।।

সংহতি রেলওয়ে স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বের মধ্যেই রয়েছে ২০ কাঠা রেসিডেন্সিয়াল জমি।১০ ফুট রাস্তার পাশেই রয়েছে এই জমিটি। জমিটির আশেপাশেই প্রচুর ঘরবাড়ি আর ইলেকট্রিকের সুবন্দোবস্ত রয়েছে তাই যদি আপনারা মনে করেন, আজ কিনে কাল থেকেই বাড়ির কাজ শুরু করবেন তাহলেও কোন অসুবিধা হবে না। এর আশেপাশের পরিবেশ খুবই সুন্দর আর নিরিবিলি গ্রামীন।

এই জমিটির যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর। শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে খুব সহজেই সংহতি রেলওয়ে স্টেশনে আপনারা পৌঁছে যাবেন। রেলওয়ে স্টেশন থেকে মাত্র ১০ মিনিটের দূরত্বে পায়ে হেঁটে জমির লোকেশনে পৌঁছে যাবেন আপনারা। এখানে থেকে হাবরা রেলওয়ে স্টেশনের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। ব্যাংক এটিএম স্কুল বাজার ইত্যাদি সমস্ত সুযোগ-সুবিধাই থাকছে এখান থেকে হাতের নাগালের মধ্যে। এই জমির দাম রাখা হয়েছে প্রতি কাঠা ১.৫ লক্ষ টাকা। যদি এই জমিটি পছন্দ হয় তাহলে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন।
Contact :9073145145

Leave a Comment