







নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তর বিনিয়োগের জন্য হোক বা নিজেদের বাসস্থান তৈরির জন্য জমির খোঁজ করে থাকেন। মূল্যবৃদ্ধির বাজারে একটা ভালো লোকেশনে বাজেট ফ্রেন্ডলি জমি কেনাটা সহজ ব্যাপার নয়।। অনেকেই তাই কিন্তু বেশ অসুবিধার মধ্যে পড়েন। তবে আপনারা কিন্তু একটু চেষ্টা করলেই এই সমস্যার হাত থেকে রেহাই পেতে পারেন।
তার জন্য বিশেষ কিছু নয় শুধুমাত্র আমাদের এই প্রতিবেদন গুলো একটু ফলো করলেই চলবে। কারণ প্রতিনিয়ত এখানে বিভিন্ন ধরনের জমি এবং বাড়ি বিক্রির আপডেট নিয়ে আমরা হাজির হই যা কমবেশি আপনাদের সাধ্যের মধ্যে রেখেই। চলুন তাহলে আর সময় নষ্ট না করে আজকের এই বিশেষ প্রতিবেদনটা শুরু করা যাক।




আমাদের আজকের লোকেশন হল চন্দননগর। একেবারে রাস্তার উপরেই ৫ কাঠা ১ ছটাক জমি রয়েছে এখানে, যাতে আপনারা দুদিকেই রাস্তা পেয়ে যাবেন। জমিটি হল একটি দক্ষিণ মুখী জমি। জমিটির সামনেই আপনারা পেয়ে যাবেন একটি ১৬ ফুটের পিচ রাস্তা এবং অন্যদিকে রয়েছে একটি ছয় ফুটের কংক্রিট রাস্তা। এবার আসুন জমিটির অবস্থান সম্পর্কে একটু জেনে নেওয়া যাক।
চন্দননগর স্টেশন থেকে এই জমিটি মাত্র দেড় কিলোমিটারের মধ্যেই অবস্থিত। টোটো বা অটোতে করে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই আপনারা কিন্তু স্টেশন থেকেই লোকেশনে চলে আসতে পারবেন। সম্পূর্ণ জমিটাতেই বাউন্ডারি করা রয়েছে তাই আপনাদের কিন্তু এর জন্য আলাদা খরচ করতে হবে না। জমিটির আশেপাশে প্রচুর বাড়িঘর রয়েছে তাই আপনারা আজ কিনে কাল থেকেই কাজ শুরু করে দিতে পারবেন।




জমিটি যদি কেউ দুটো ভাগে নিতে চান তাহলেও কিন্তু কোন সমস্যা হবে না। তবে সর্বনিম্ন তিন কাঠা জমি কিন্তু আপনাকে নিতেই হবে ১৬ ফুটের পিচ রাস্তার দিক থেকে নেওয়ার জন্য। যদি কেউ ৫ কাঠা জমি একত্রে নিতে চান সেক্ষেত্রে প্রতি কাঠা ১০ লক্ষ হিসেবে আপনাদের দাম দিতে হবে ৫০ লক্ষ ৬২ হাজার টাকা।
১৬ ফিট রাস্তার উপর থেকে জমিটি কেউ যদি তিন কাঠা নিতে চান সেক্ষেত্রে প্রতি কাঠা দাম পড়বে ১২ লক্ষ টাকা। এখান থেকে খুব কাছেই আপনারা স্কুল-কলেজ থেকে শুরু করে স্থানীয় বাজার ব্যাংক এবং এটিএম পেয়ে যাবেন। জমিটি কিনতে আগ্রহী থাকলে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে ফেলুন।
Contact : 8240174758/8910254563.











