বাংলার বুকেই এই প্রপার লোকেশনে কিনে নিন একেবারে জলের দামে জমি, না দেখলে চরম মিস

নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে টিকে থাকার জন্য প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব বাসস্থানের প্রয়োজন রয়েছে যেটা কখনোই একটা ভালো লোকেশনে জমি ছাড়া সম্ভব নয়। মধ্যবিত্ত সাধারণ মানুষের পক্ষে এটা খুব কঠিন ব্যাপার কারণ অনেক ক্ষেত্রেই ভালো লোকেশনে জমি কিনতে গেলে সেটা আমাদের বাজেটের বাইরে চলে যায়।। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই সমস্ত পাঠক বন্ধুদের কথা মাথায় রেখেই নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত লোকেশনে জমি যা একেবারে কম খরচে আপনারা কিনে নিতে পারবেন। চলুন তাহলে আর সময় নষ্ট না করে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুরু করা যাক।

আজ আমরা যে জমিটি দেখাবো তার লোকেশন হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। মোট এক বিঘা পরিমাণ এই জমিটি বারুইপুর থানার ষাট কলোনি গ্রামে অবস্থিত। এই জমিটি রিফিউজি ল্যান্ডের জমি হলেও এটাকে খুব সহজেই রেজিস্ট্রি করা যাবে আর অন্য কোথাও কোন সমস্যা হবে না। বাগান বাড়ি অথবা প্রজেক্ট তৈরি করার জন্য যদি আপনি জমি খুঁজছেন এই জমিটির নিশ্চিন্তে আপনার জন্য একটা আদর্শ ঠিকানা হতে পারে। পাশাপাশি এই জমিটি আপনারা কিন্তু ভবিষ্যৎ ইনভেসমেন্ট এর জন্যও কিনে নিতে পারেন যদি ভাল মনে হয়।

এই জমিটি থেকে মাত্র দুই কিলোমিটার এর মধ্যেই আপনারা বাজার, স্কুল, কলেজ, ব্যাংক এবং এটিএম সহ সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবেন, তাই যোগাযোগ নিয়ে আপনাকে কখনোই কোনো রকমের চিন্তা করতে হবে না একথা একেবারে নিশ্চিত করে বলতে পারি। সব মিলিয়ে এই জমিটির দাম রাখা হয়েছে ৪৫০০০ টাকা প্রতি কাঠা। আপনাদের মধ্যে যদি কেউ জমিটি কেনার জন্য আগ্রহী থাকেন নিচের দেওয়া নম্বরের দ্রুত যোগাযোগ করে কথা বলে ফেলুন।

Contact : 9775161614

Leave a Comment