







নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে বহু মানুষ কিন্তু বাড়ি তৈরি করা থেকে শুরু করে নিজেদের ব্যক্তিগত কাজের জন্য একটা ভাল লোকেশনে জমি কেনার কথা চিন্তাভাবনা করছেন। যদি আপনিও এই সমস্ত মানুষের তালিকায় থেকে থাকেন তাহলে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুধুমাত্র আপনাদের জন্যই। আজ একটা দারুণ লোকেশনে জমি বিক্রির বিজ্ঞাপন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। যারা জমি কিনবেন ভাবছেন অথচ নানান রকমের বাধা-বিপত্তির কারণে এগিয়ে আসতে পারছেন না তারা একেবারে নিশ্চিন্তে প্রতিবেদনটি পড়ে ফেলুন।




আমাদের আজকের লোকেশন হল ২০০ কলোনী নামের একটি গ্রাম। এর আগেও এই অঞ্চলে আমরা একের পর এক জমি আপনাদের দেখিয়েছি তাও আবার খুবই কম দামে। আজ যে জমিটি দেখাবো সেটা ১২ ফিট ঢালাই রাস্তার পাশেই অবস্থিত। এখানে জমির পরিমাণ রয়েছে এক বিঘার একটু বেশি। নিজেদের পছন্দ মতন আপনারা এখান থেকে জমি কিনতে পারেন। এখান থেকে খুব কাছেই কিন্তু আপনারা স্কুল ব্যাংক এটিএম এবং বাজার পেয়ে যাবেন। যেকোনো প্রজেক্ট অথবা বাগান বাড়ি তৈরি করতে পারেন। তবে সব থেকে বেশি ভালো হবে যদি ইনভেসমেন্ট পারপাসে কিনে রেখে দেন।
ভবিষ্যতে কিন্তু বড় অংকের টাকা রিটার্ন পেয়ে যাবেন। ফার্মিং অথবা বাংলো বাড়িও বানাতে পারবেন যদি গ্রাম্য পরিবেশে থাকতে পছন্দ করে থাকেন তাহলে।প্রতি কাঠা এখানে জমির দাম নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ টাকা। যারা জমিটি কিনতে আগ্রহী রয়েছেন তারা একেবারেই দেরি করবেন না। দ্রুত নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে ফেলুন।
Contact : 9775161614











