







নিজস্ব প্রতিবেদন: নিজস্ব বাসস্থান তৈরি থেকে শুরু করে বিভিন্ন কাজের জন্যই বর্তমান সময় কিন্তু প্রত্যেকটা মানুষের একটা ভালো লোকেশনে জমির প্রয়োজন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই জমি কিন্তু চট করে পাওয়া সম্ভব হচ্ছে না কারণ সাধারণ মধ্যবিত্ত মানুষের বাজেটের বাইরে পড়ে যাচ্ছে। তাই আজকের এই বিশেষ প্রতিবেদনে সাধারণ মানুষের কথা মাথায় রেখেই আমরা নিয়ে চলে এসেছি কলকাতার খুব কাছেই একটি সুন্দর জমির খোঁজ।
আপনারা যারা কলকাতার কাছাকাছি বসবাস করতে চান নিশ্চিন্তে কিন্তু এই জমিটা এসে দেখে যেতে পারেন। চলুন তাহলে সময় নষ্ট না করে আজকের প্রতিবেদনটি শুরু করা যাক। আমাদের আজকের লোকেশন হল হুগলির চন্দননগর। কমবেশি অনেকেই জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত এই জায়গাটিকে চেনেন।




স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার এর মধ্যেই এখানে ২ ২ ছটাক ২৫ স্কয়ার ফিট জমি রয়েছে। এটি একটি বাস্তু জমি জারফ্রন্ট রোড আপনারা পেয়ে যাবেন ১৪ ফুট। সহজেই কিন্তু আপনারা এখানে বসবাস করতে পারবেন। আশেপাশের পরিবেশ খুব একটা খারাপ নয়। বসবাস করার পরে জল আর ইলেকট্রিসিটি খুব সহজেই পেয়ে যাবেন। যদি কেউ ইনভেস্টমেন্টের জন্যও এই জমি কিনতে চান তাহলেও কোন সমস্যা হবে না। কারণ বিনিয়োগের জন্য এই জমি একেবারে আদর্শ।
জমিটি থেকে একেবারে হাতের নাগালের মধ্যেই আপনারা পেয়ে যাবেন স্কুল, কলেজ, বাজার, নার্সিংহোম এবং স্টেশন। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও এখানে কোনো রকমের কোন সমস্যা নেই বলাই যায়। যারা ভবিষ্যতের কথা চিন্তাভাবনা করছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই জমিটির সমস্ত কাগজপত্র আপটুডেট রয়েছে তাই আপনাদের লোন নিতেও কোনো রকমের সমস্যা হবে না। এখান থেকে মাত্র ৩৫০ মিটার দূরত্বের মধ্যেই রয়েছে দিশারী হসপিটাল। এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৩ লক্ষ ৭৫ হাজার টাকা।
Contact : 8240174758/81000964662











