কলকাতার খুব কাছেই এই প্রপার লোকেশনে কিনে ফেলুন খুবই সস্তায় চারটি বেডরুম সহ বাড়ি, না দেখলে মিস করবেন

নিজস্ব প্রতিবেদন: বাড়ি হল মানুষের কাছে এমন একটি জায়গা যেখানে সারা দিনের খাটা খাটনির পর একটু শান্তিতে বসবাস করা যায়। আপনাদের মধ্যে অনেকেই হয়তো মাথার উপর একটি নিজস্ব ছাদ তৈরি করার চেষ্টায় রয়েছেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই সমস্যারই সমাধান করতে চলেছি। কর্মব্যস্ত জীবনে দাঁড়িয়ে যারা বাড়ি তৈরি করার মতন উপযুক্ত সময় পাননি তাদের জন্য রইল আজকের এই বিশেষ প্রতিবেদন। কলকাতার খুব কাছেই একটি লোকেশনে একেবারে সস্তায় দারুন একটা বাড়ি বিক্রির বিজ্ঞাপন এই প্রতিবেদনের মাধ্যমে আমরা শেয়ার করব। চলুন বাড়িটি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।

এই বাড়িটি দেখার জন্য আজ আমরা পৌঁছে যাব বাগুইহাটি।বাগুইহাটি বাস স্টপের কাছ থেকে খুব বেশি দূরে নয় বাড়িটির অবস্থান। কলকাতা এয়ারপোর্ট থেকে ৫ কিলোমিটার এবং উল্টোডাঙ্গা থেকে মোটামুটি ঠিক একই রকমের দূরত্ব অতিক্রম করে আপনারা এই লোকেশনে চলে আসতে পারবেন।১ কাঠা ৭ ছটাক ২৩ স্কয়ার ফিট জমি রয়েছে এখানে। এই বাড়িটিতে আপনারা পেয়ে যাবেন চারটে বেডরুম, ২টি বাথরুম এবং একটি কিচেন, ভালো সাইজের একটা ডাইনিং স্পেস। সমস্ত কাগজপত্র আপটুডেট রয়েছে তাই ভবিষ্যতে কখনো বিক্রি করার বা লোনের প্রয়োজন পড়লেও কিন্তু সমস্যা হবে না। এটা কিন্তু সম্পূর্ণ কলম দেওয়া বাড়ি।

বাড়িটির অবস্থাও খুব ভালো রয়েছে তাই এটি কেনার পর কিন্তু আপনাকে বিশেষ কোন খরচ করতে হবে না। বাড়িটির সামনে রয়েছে দশ ফুটের রাস্তা। মোটামুটি গাড়ি ঢুকে যাবে। এই বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ৩৭ লক্ষ টাকায়। বাগুইহাটির মতন লোকেশনে এই ধরনের বাড়ি কিন্তু চট করে আপনারা পাবেন না এত কম দামে। তাই দেরি করে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না।
Contact : 9330887554

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/FjhFD74MqVI

Leave a Comment