







নিজস্ব প্রতিবেদন: সাধারণ মানুষের জন্য অর্থ উপার্জনের বিভিন্ন রাস্তা রয়েছে। যার মধ্যে অন্যতম হলো ব্যবসা। একটা সময় যদিও সাধারণ বাঙালি ব্যবসা থেকে নিজেদেরকে দূরে রাখতেই ভালোবাসতো। তবে যুগের পরিবর্তনের সাথে সাথে পরিস্থিতির সম্মুখীন হয়ে এবং আশেপাশের পরিবেশের উপর চোখ রেখে অনেকেই কিন্তু আজকাল খুব সহজভাবেই ব্যবসার কাজে জড়িয়ে পড়েছেন।
চাকরি বা অন্যান্য কোন কাজের থেকে ব্যবসার প্ল্যাটফর্মে যে সহজেই প্রতিষ্ঠিত হওয়া যায় এই কথার দ্বিমত বোধহয় কেউ করবেন না। তবে ঠিক কি ধরনের ব্যবসা শুরু করলে লাভবান হতে পারবেন এটা নিয়ে অনেকের মনে এই নানান ধরনের প্রশ্ন রয়েছে। আজ আমরা পাঠক বন্ধুদের উদ্দেশ্যে এই প্রশ্নেরই উত্তর দিতে চলেছি। তার জন্য অবশ্যই প্রতিবেদনটি আপনাদের শেষ পর্যন্ত পড়তে হবে।




কি ধরনের ব্যবসা শুরু করবেন?
মোটামুটি শিরোনাম দেখেই আপনারা বুঝে গিয়েছেন আজ আমরা বাসনের ব্যবসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি।বাসনের ব্যবসা শুরু করার জন্য আপনাদের পাইকারি রেটে মাল কিনে সেটা লোকাল মার্কেটে নিজেদের দোকানে বিক্রি করতে হবে। বাজারের যেকোনো ভালো জায়গাতেই আপনারা কিন্তু খুব সহজে নিজেদের দোকান খুলে ফেলতে পারেন। তবে সব সময় চেষ্টা করবেন এমন জায়গায় দোকান শুরু করার যেখানে জনসমাগম অত্যন্ত বেশি থাকবে।




কারণ একটি সমীক্ষা অনুযায়ী দেখা গিয়েছে জনসমাগম পূর্ণ স্থানে ব্যবসা সবথেকে বেশি ভালো চলে। আজ আমরা আপনাদের এমন একটি দোকানের কথা শেয়ার করে নেব যেখানে বিভিন্ন ধরনের বাসন আপনারা মাত্র কয়েক পয়সা থেকে পেয়ে যাবেন। শুধুমাত্র স্টেনলেস স্টিলের বিভিন্ন বাসন নয় তার সাথে আপনারা সবজি কাটা থেকে শুরু করে কিচেনের বিভিন্ন আইটেমস কিন্তু একেবারে অল্প খরচ হয় কিনে নিতে পারবেন।
এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনি খুব সহজে কাস্টমারকে বিক্রি করতে পারবেন বেশ ভালো প্রফিট রেখে তাই উপার্জন নিয়ে কখনোই চিন্তা করতে হবে না। চলুন এবার সেই দোকানের ঠিকানা জেনে নেওয়া যাক যাতে ব্যবসা শুরু করতে গিয়ে কোনো রকমের সমস্যার মুখোমুখি না হতে হয়।।




কোথা থেকে পণ্য কিনবেন?
আজকের এই ব্যবসার আইডিয়াটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে সেটা শেয়ার করে নিতে ভুলবেন না। যদি বাসন কিনতে চান তাহলে নিচের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে ফেলুন।চাইলে আপনারা প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটাও দেখে নিতে পারেন। তাহলে মোটামুটি কত দামের মধ্যে কি কি বাসন বা জিনিস আপনারা পাচ্ছেন সেই সম্পর্কেও একটা স্পষ্ট ধারণা একজন ব্যবসায়ী হিসেবে আপনাদের মধ্যে তৈরি হয়ে যাবে।।
KGN STEEL ENTERPRISE.
Address : 2, Portuguese church St.
2nd floor, kolkata,borobazar, Canning street.
Contact – 9330035475.











