কলকাতার খুব কাছেই এই প্রপার লোকেশনে কিনে নিন সস্তায় 3BHK FLAT, ভুলেও করবেন না সুযোগ হাতছাড়া

নিজস্ব প্রতিবেদন: এখনকার দিনে বেশিরভাগ মানুষ নির্ভরশীল হয়ে পড়েছেন রেডিমেড ফ্ল্যাট অথবা অ্যাপার্টমেন্টের উপরে। কর্মব্যস্ত জীবনে যেহেতু মানুষের কাছে দাঁড়িয়ে থেকে নিজেদের বাড়ি তৈরি করার মতন অবস্থা থাকে না, তাই এই রেডিমেড ফ্ল্যাট ই ভরসা।

আজকের এই বিশেষ প্রতিবেদনে কলকাতার খুব কাছেই একটা দারুণ লোকেশনে আপনাদের 3BHK FLAT‌ বিক্রির খোঁজ দেব। আপনারা যারা সম্প্রতি ফ্ল্যাট কেনার কথা চিন্তা-ভাবনা করছেন একদম নিশ্চিন্তে আমাদের এই প্রতিবেদনটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নিন।। নয়তো এই সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে

আজকের লোকেশন হল বাগুইহাটি। যে ফ্ল্যাটটি আপনাদের দেখাবো সেটা কিন্তু সম্পূর্ণরূপে মার্বেল ফিনিশিং এবং দারুণ রংয়ের কম্বিনেশনে তৈরি করা হয়েছে। এখানে আপনারা পেয়ে যাবেন একটি ডাইনিং রুম, তিনটে বেডরুম, একটি কিচেন এবং একটি বাথরুম। এছাড়াও একটা খুব সুন্দর ঠাকুর ঘর এখানে আপনারা পাচ্ছেন। ফ্ল্যাটের সামনের রাস্তা যথেষ্ট বড় তাই বড় গাড়ি ঢুকতেও কিন্তু কোন সমস্যা হবে না। কাগজপত্র সমস্ত আপ টু ডেট অবস্থাতেই রয়েছে তাই ভবিষ্যতে কখনো লোনের প্রয়োজন হলেও নিশ্চিন্তে আপনারা নিতে পারবেন।

এই লোকেশন থেকে একেবারে হাতের নাগালে পেয়ে যাবেন স্কুল, কলেজ, বাজার থেকে শুরু করে ব্যাংক, এটিএম সমস্ত কিছু। এই লোকেশন থেকে দমদম জংশন রেলওয়ে স্টেশন মাত্র চার কিলোমিটার দূরত্বে। অন্যদিকে বেলগাছিয়া মেট্রো স্টেশন মাত্র সাড়ে ৪ কিলোমিটার দূরত্বে ‌। সবমিলিয়ে একটা দারুণ লোকেশন তা হয়তো আর আপনাদের আলাদা করে বলার দরকার নেই। এই দারুণ ফ্ল্যাট টির দাম রাখা হয়েছে মাত্র 36 লক্ষ টাকা। যদি এটি নিতে আপনার আগ্রহী থাকেন তাহলে নিচের দেওয়া নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন।
Contact:9073145145

Leave a Comment