







নিজস্ব প্রতিবেদন: আপনি কি সম্প্রতি একটি ব্যবসা শুরু করতে আগ্রহী? যদি সত্যিই ব্যবসা করতে চান তাহলে আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুধুমাত্র আপনাদের জন্যই। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা লেডিস গার্মেন্টস সংক্রান্ত একটি ব্যবসা আপনাদের সাথে শেয়ার করে নেব।
কমবেশি আপনারা সকলেই জানেন মহিলারা সব থেকে বেশি কেনাকাটা করে থাকেন। তাই যদি আপনি এই ব্যবসা শুরু করেন সে ক্ষেত্রে দেশের বাজারে কখনোই কিন্তু আপনার পণ্যের চাহিদার অভাব হবে না। শাড়ির ব্যবসা নিয়ে এর আগে বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে আমরা কম বেশি আপনাদের সাথে বিভিন্ন আলোচনা করেছি।আজ বলবো, শাড়ির আনুষঙ্গিক জিনিস অর্থাৎ ব্লাউজের কথা।




ব্লাউজের ব্যবসা কিভাবে শুরু করবেন?
আমাদের দেশের বেশিরভাগ মহিলারাই কিন্তু শাড়ি পরিধান করতে অত্যন্ত পছন্দ করে থাকেন। শাড়ির আনুষঙ্গিক জিনিস হিসেবে যে বস্ত্রটির কথা আমাদের সবার প্রথমেই মাথায় আসে সেটি হল ব্লাউজ। সিম্পল ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনার ব্লাউজ কিন্তু আজকাল মার্কেটে ছড়িয়ে পড়েছে। বহু মানুষ যেমন এগুলো দর্জি থেকে তৈরি করতে পছন্দ করেন ঠিক তেমনভাবেই অনেকে চেষ্টা করেন রেডিমেড কিনে নেওয়ার।




তাই আপনারা যদি এই ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে কিন্তু কোন অসুবিধা হবে না উপার্জনের ক্ষেত্রে। মাত্র ২ থেকে ৩ হাজার টাকা হাতে নিয়েই আপনারা এই ব্যবসার কাজ শুরু করতে পারবেন।যদি দোকান ঢেলে সাজাতে চান সেক্ষেত্রে অবশ্যই একটু বেশি অর্থ খরচ করতে হবে। তারপরেও কিন্তু খুব বেশি মূলধনের প্রয়োজন পড়বে বলে মনে হয় না।
আজ আমরা আপনাদের সাথে এমন একটি ঠিকানা শেয়ার করে দেব যেখানে মাত্র ২৮ টাকা থেকে পিওর কটনের ব্লাউজ পেয়ে যাবেন। মিক্স কটন থেকে শুরু করে রেয়ন,প্রিন্টের কাজ করা ব্লাউজ অথবা বিভিন্ন ফ্যান্সি ব্লাউজ এখানে অত্যন্ত কম দামে অর্থাৎ সুলভ মূল্যে আপনারা কিনে লোকাল মার্কেটে বিক্রি করতে পারবেন। স্থানীয় বাজারে এই ব্লাউজের চাহিদা ঠিক কতখানি রয়েছে সেটা কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনারা ব্যবসা শুরু করবেন কিছুতেই বুঝতে পারবেন না। যারা অল্প পুঁজির মধ্যে ব্যবসা শুরু করতে চাইছেন এটা তাদের কাছে একটা অত্যন্ত লাভজনক ক্ষেত্র।




পণ্য কোথা থেকে কিনবেন?
যারা ব্লাউজের ব্যবসা শুরু করতে আগ্রহী রয়েছেন তারা অবশ্যই নিচের দেওয়া ঠিকানায় যোগাযোগ করতে পারেন। এক ছাদের তলাতেই এখানে বিভিন্ন ধরনের ব্লাউজের আইটেম আপনারা পেয়ে যাবেন। রঙের সম্পূর্ণ গ্যারান্টি রয়েছে। কোনরকম ডিফেক্ট থাকলেও কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে সহজেই। যারা দূরবর্তী কোনো স্থান থেকে পণ্য কেনার কথা ভাবছেন তারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে কিনে ফেলতে পারবেন। খুব সহজেই আপনার এড্রেসে মাল ডেলিভারি করে দেওয়া হবে।
Arohi textile
Gobindopur, Santipur, Nadia, west bengal.
Contact – 7384566488/6294229466.











