







নিজস্ব প্রতিবেদন: ইতিমধ্যেই শিরোনাম দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজ আমরা কিসের ব্যবসার কথা আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। দেশের বাজারে গ্রাম শহর নির্বিশেষে এই শাড়ির ব্যবসা কিন্তু ব্যাপক রকমের জনপ্রিয়। প্রত্যেক বয়সের মহিলাদের মধ্যেই কিন্তু শাড়ি পরার প্রতি এক প্রকার আলাদা রকমের আগ্রহ রয়েছে। আমাদের দেশের সংস্কৃতির সঙ্গেও জড়িয়ে রয়েছে এই শাড়ি।
সুতরাং আপনারা যদি এই ব্যবসা শুরু করেন তাহলে কখনোই আর্থিক দিক থেকে আপনাকে লোকশানের মুখোমুখি হতে হবে না। এমন কোন পণ্য যার চাহিদা সারা বছর ধরে থাকে ব্যাপক রকমের তা হলো ব্যবসার জন্য সবথেকে বেশি লাভজনক। মোটামুটি শাড়ির ব্যবসা কিভাবে শুরু করতে হবে সেই বিষয়ে সকলের মধ্যেই একটা স্পষ্ট ধারণা রয়েছে। এর আগেও বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে আমরা বহুবার শাড়ির ব্যবসার কথা আপনাদের সঙ্গে আলোচনা করেছি।




তাও একবার বলে রাখি যে, যারা এই ব্যবসা শুরু করতে চান প্রাথমিক অবস্থায় আপনারা একটা দোকান ঘর খোঁজার চেষ্টা করবেন। যদি সেরকম সামর্থ্য না থাকে সেক্ষেত্রে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে ঘরে বসেও আপনারা বিক্রির কাজ চালিয়ে রাখতে পারেন। এরপর আপনাদের দ্বিতীয় কাজ হবে যে কোন পাইকারি মার্কেট বা দোকান থেকে একেবারে কম দামে অর্থাৎ হোলসেল রেটে শাড়ি কিনে নিয়ে আসা।
বাজারে অনেক রকমের রেটেই আপনারা শাড়ি পেতে পারেন। তবে আজ আমরা যে দোকানের কথা বলব সেখানে যেকোনো শাড়ি আপনারা পাবেন মাত্র ১০০ টাকায়। অল ওভার কাজ করা থেকে শুরু করে ফ্যান্সি শাড়ি সবকিছুই কিন্তু এখানে আপনারা একই রেটে পেয়ে যাচ্ছেন। যদি কোন রকমের সমস্যা হয় তাহলে কিন্তু মালও ফেরত নিয়ে নেওয়া হবে এই দোকানের তরফ থেকে।




শাড়ির কালেকশন দেখার জন্য আপনারা আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। এক কথায় দুর্দান্ত কালেকশন রয়েছে এখানে। মোটামুটি একই ছাদের তলায় আপনারা বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাচ্ছেন। জামদানি বা বালুচরি জাতীয় শাড়ি আপনারা পেয়ে যাবেন মাত্র ৩৮০ থেকে ৯০ টাকার মধ্যে। বাজারে কিন্তু এগুলো দারুন প্রফিট রেখে আপনারা বিক্রি করতে পারবেন। সুতরাং যারা ব্যবসা শুরু করতে জানার সময় নষ্ট না করে নিচের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে ফেলুন।
Shop Name : boro ma kali centre
Shop number : 9832511232/6201267934/9382257850.
Prop : Liton Chandra Biswas
Address : Gobindopur, Santipur, Nadia, west bengal.











