







নিজস্ব প্রতিবেদন: কমবেশি আপনারা হয়তো অনেকেই নানান ধরনের ব্যবসা সম্পর্কে শুনেছেন এই কয়দিনের মধ্যে। আসলে লকডাউনের পর থেকেই বেশিরভাগ মানুষ কিন্তু নিজস্ব একটা ব্যবসা শুরু করার প্রতি আগ্রহী হয়ে পড়েছেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কি ধরনের পণ্য নিয়ে ব্যবসা শুরু করলে তা কোনরকম ঝামেলা ছাড়াই এগোবে সেটা নিয়ে কারুর কোন জানা নেই।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সাথে একটা সম্পূর্ণ নতুন ধরনের ব্যবসার কথা শেয়ার করে নিতে চলেছি। যে ব্যবসাটির কথা বলব তাতে একটি মাত্র মেশিন কিনে আপনারা একসঙ্গে প্রায় 10 ধরনের ব্যবসা চালাতে পারবেন। চলুন তাহলে আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক এটি কিসের ব্যবসা।




এই ব্যবসাটি কিভাবে শুরু করবেন?
প্রথমেই বলে রাখি এটা হল প্যাকেজিং এর ব্যবসা। এই ব্যবসা আপনারা বিভিন্ন রকম ভাবেই শুরু করতে পারেন। তবে প্রাথমিক অবস্থায় একটা মেশিন কিনে নিতে হবে প্যাকেজিং করার জন্য। প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী এই মেশিনটার দাম হচ্ছে ১ লক্ষ ২৫ হাজার টাকা।




এই মেশিনটা কিনে আপনারা চানাচুর থেকে শুরু করে বিভিন্ন ধরনের শুকনো খাবার, বাদাম, ড্রাই ফ্রুট, ম্যাগি থেকে শুরু করে সবকিছুই খুব সুন্দর ভাবে প্যাকেজিং করতে পারবেন। বেশিরভাগ বড় কোম্পানিতে এই সমস্ত ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু প্যাকিং ছাড়া কোনোভাবেই বিক্রি করা হয় না। প্যাকিং এর কারণেই প্রোডাক্টগুলো গ্রাহকদের কাছে খুব বেশি রকমের আকর্ষণীয় হয়ে ওঠে ।




সুতরাং প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন দামের মধ্যে মেশিন কিনে আপনারা যদি এই ব্যবসা শুরু করতে পারেন তাহলে কিন্তু কখনোই উপার্জন নিয়ে আর আপনাদের চিন্তা করতে হবে না। এই ব্যবসাটি কিন্তু অল্প সময়ের মধ্যেই দাঁড়িয়ে যাবে এবং আপনাকে নিজের জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে।
ঘরের কোন একটা কোনাতেই মেশিন বসিয়ে প্রাথমিকভাবে এই ব্যবসা আপনারা শুরু করতে পারেন। এই মেশিনটি চালানোর জন্য কোন কমার্শিয়াল লাইন নেওয়ার প্রয়োজন হবে না অর্থাৎ বাড়ির সিঙ্গেল ফেজেই এটা চালু করা যাবে। চলুন তাহলে আর সময় নষ্ট কেন! ঝটপট মেশিন কিনে শুরু করে ফেলুন নিজেদের স্বপ্নের ব্যবসা। মেশিন কিনতে আগ্রহী থাকলে আপনারা সরাসরি ইন্ডিয়ামার্ট ওয়েবসাইটে চলে যেতে পারেন।।











