







নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেকেই কিন্তু রেডিমেড বাড়ি অথবা ফ্ল্যাট বেশি পছন্দ করে থাকেন। যেহেতু এগুলো তৈরি করার ঝামেলা সাধারণত মানুষকে ভোগ করতে হয় না তাই কর্মব্যস্ত জীবনে দাঁড়িয়ে এটাই মানুষের কাছে বেস্ট অপশন। আজকের এই বিশেষ প্রতিবেদনে কলকাতার বুকেই একটা দারুণ লোকেশনের ঝা চকচকে তিন তলা বাড়ি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। যদি আপনারা সম্প্রতি বাড়ি তৈরি করার কথা চিন্তা-ভাবনা করছেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। মিস না করে অবশ্যই এটাকে একেবারে শেষ পর্যন্ত পড়ে নিন।
যারা মোটামুটি একটু বিগ বাজেটের মধ্যে বাড়ি কিনতে চাইছেন এটা কিন্তু আপনাদের জন্য একটা আদর্শ লোকেশন হতে পারে। আমাদের আজকের লোকেশন হল গড়িয়া। এই জায়গাটি অর্থাৎ আমরা যে বাড়িটির কথা বলবো সেটা কবি নজরুল মেট্রো স্টেশন থেকে মাত্র দুই কিলোমিটার এর মধ্যে অবস্থিত। আশেপাশের পরিবেশ খুবই ভালো এবং বসবাসের উপযুক্ত। বাড়িটির সামনেই 12 ফুটের একটা ফ্রন্ট রোড আপনারা পেয়ে যাচ্ছেন তাই গাড়ি চলাচল করতে কোন সমস্যা হবে না। সম্পূর্ণরূপে এই তিন তলা বাড়িটিতে মার্বেল আর টাইলসের ফিনিশিং করা রয়েছে।




দরজা-জানলা থেকে শুরু করে সমস্ত কিছুর কোয়ালিটি খুবই ভালো। এই বাড়িটিতে একতলায় আপনারা পেয়ে যাবেন তিনটে বেডরুম, একটা ডাইনিং রুম, একটা কিচেন এবং দুটি বাথরুম। দোতলাতে আপনারা পাবেন একটা কিচেন, একটি বিশালাকৃতির মাস্টার বেডরুম ও দুটি বাথরুম।
বাড়িটা যেহেতু প্রায় সম্পূর্ণ নতুন অবস্থাতেই রয়েছে তাই আলাদা করে খুব বেশি অর্থ আপনাদের কিন্তু খরচ করতে হবে না। তিন তলাতে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা বেডরুম একটা ডাইনিং রুম, একটা বাথরুম এবং একটি ঠাকুর ঘর। দক্ষিণমুখী এই বাড়িটির দাম রাখা হয়েছে ৮০ লক্ষ টাকা। প্রতিবেদনের সঙ্গেই বাড়িটির ভিডিও আপনারা পেয়ে যাচ্ছেন। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন।
Contact:9330887554
ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/OwXnmG-Io_I











