মাত্র ১৯ হাজার টাকা ব্যয়ে মেশিন কিনে খুলে ফেলুন স্বপ্নের কারখানা, এই ব্যবসায় লাভ হবে ধারণার বাইরে

নিজস্ব প্রতিবেদন: আপনি কি সম্প্রতি একটি নিজের কারখানা বা ব্যবসা শুরু করতে আগ্রহী? তাহলে আজকের এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনাদের জন্য। কারণ আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা একেবারে স্বল্প খরচে একটা দারুণ ব্যবসার কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব।

আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা দীর্ঘ সময় ধরে জীবিকা নির্বাহের একটা নির্দিষ্ট পথ প্রস্তুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু নানান ধরনের বাধা-বিপত্তির কারণে সফল হয়ে উঠছেন না। আসলে ব্যবসা শুরু করা কিন্তু সোজা কথা নয়। বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী রয়েছেন তাদের পক্ষে এটা আরো কঠিন কারণ আগে থেকেই অনেকে একটা ব্যবসায় প্রতিষ্ঠিত হয়ে রয়েছেন।পুরোন ব্যবসায়ীদের টেক্কা দিয়ে এগিয়ে যাওয়াটাই হচ্ছে খুবই হ্যাপার ব্যাপার।

আজ আমরা পাঠক বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি মশলা গুড়ো করার ব্যবসার কথা। তবে আজ আমরা যে মেশিনটির কথা বলব সেটার সাহায্যে কিন্তু শুধুমাত্র মসলাগুলো করার কাজ নয় ধান থেকে চাল এবং গম থেকে আটা তৈরীর কাজও আপনারা করতে পারবেন। অর্থাৎ একটা মেশিনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটে সুবিধা। বাড়ির কোন কোনায় অথবা ছোট্ট দোকান ঘরের মধ্যে যদি এই মেশিন বসিয়া আপনারা প্রাথমিক অবস্থায় নিজেদের ব্যবসা বা কারখানা শুরু করেন তাহলে কিন্তু ভবিষ্যৎ নিয়ে আর কখনোই চিন্তা করতে হবে না।

এই মেশিনটির দাম পড়বে মাত্র ১৯ হাজার টাকা। ডাইস এবং কাঁচামাল সহ আপনাদের আলাদা করে প্রায় যা খরচ করতে হবে তাতে মোটামুটি ২৫ হাজার টাকায় এই ব্যবসা আপনারা শুরু করে ফেলতে পারবেন।। এই বাজারে ২৫ হাজার টাকায় স্বপ্নের কারখানা ভাবাই যায় না!

প্রোডাক্টগুলো তৈরি করার পর আপনারা চাইলে এগুলো নিজেদের দোকান অথবা জায়গা থেকে সরাসরি বাজারে বিক্রি করতে পারেন আবার অন্য কোন কোম্পানির জন্য জিনিস তৈরি করেও কিন্তু তাদেরকে ডেলিভারি দিতে পারেন।। অর্থাৎ দুই রকম ভাবেই আপনারা ইনকাম করতে পারবেন।গ্ৰামাঞ্চলের দিকে যদি এই ব্যবসা শুরু করেন, তাহলে কিন্তু ধান থেকে চাল আর গম থেকে আটা তৈরীর ব্যবসা ভীষণ ভালোভাবে দাঁড়িয়ে যাবে।

যদি আপনারা এই ব্যবসা শুরু করতে চান তাহলে নিজের দেওয়া ম্যানুফ্যাকচারিং ইউনিটের ঠিকানায় গিয়ে সহজেই মেশিন কিনে নিতে পারেন।

Indian machinery and engineering works
Kolkata, Sodepur,prajatantrapally.
Contact : 8597204256/8420746487/9748205909.

Leave a Comment