বাংলার বুকেই এই প্রপার লোকেশনে কিনে ফেলুন বিশাল জমি সহ বাড়ি, না দেখলেই হয়ে যাবে বড় সুযোগ হাতছাড়া

নিজস্ব প্রতিবেদন: মানুষের একেবারে প্রাথমিক চাহিদার মধ্যে রয়েছে বাসস্থানের চাহিদা। এটা ছাড়া কখনোই কিন্তু নিজেদের জীবন এগিয়ে নিয়ে চলার সম্ভব নয়। মধ্যবিত্ত সাধারণ মানুষের কাছে যদি মাথার উপর একটা নির্দিষ্ট ছাদ না থাকে তাহলে কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পরে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের জন্য নিয়ে চলে এসেছি দুর্দান্ত লোকেশনে একটি বাড়ির ঠিকানা। যদি আপনাদের প্রতিবেদনটি ভালো লাগে সে ক্ষেত্রে অবশ্যই কিন্তু শেয়ার করে নিতে ভুলবেন না।

আজ আমরা যে বাড়িটি বিক্রি সম্পর্কে আপনাদের বলব সেটি দুর্গাপুরের আড়া শিবতলা এলাকায় অবস্থিত।NSHM KNOWLEDGE CAMPUS এর পাশেই রয়েছে এটির অবস্থান। জায়গাটি কাকসা থানার মধ্যে পড়ছে। ৫.৫ কাঠা জমির উপরে এই দুর্দান্ত বাড়িটি তৈরি করা হয়েছে। বাড়িটিতে রয়েছে দুর্দান্ত ইন্টেরিয়র ডেকোরেশন সহ ৬ টি বেডরুম, একটি ডাইনিং রুম, একটি পুজোর ঘর, ১টি কিচেন এবং দুটি টয়লেট। বাড়িটির সামনেই আপনারা অত্যন্ত চওড়া রাস্তা পেয়ে যাচ্ছেন তাই গাড়ি প্রবেশ করতে একেবারেই অসুবিধা হবে না। এখান থেকে খুব সামান্য দূরত্বের মধ্যে রয়েছে ব্যাংক, স্কুল থেকে শুরু করে বাজার, পোস্ট অফিস সবকিছুই।

সমস্ত দিক বিবেচনা করে এই বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে ১.০৫ কোটি টাকা। যদি আপনারা এই বাড়িটি কিনতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। বাড়িটি সাধারণ মধ্যবিত্ত মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকলেও যারা একটু বাগানবাড়ি বা বাংলো বাড়ি ধরনের জায়গা নিতে চান তাদের জন্য এটা কিন্তু একেবারেই আদর্শ। খরচ বেশি হলেও এটার সাথে আপনারা যে সমস্ত সুযোগ-সুবিধা বা দুর্দান্ত ডেকোরেশন পাচ্ছেন সেটাও কিন্তু অত্যন্ত সুন্দর।

For buy contact : sumon Mazumder.
No: 8101818737.

Leave a Comment