







নিজস্ব প্রতিবেদন: আজকালকার যুগে দাঁড়িয়ে কিন্তু ঝামেলা এড়ানোর জন্য বেশিরভাগ মানুষ রেডিমেড বাড়ি অথবা ফ্ল্যাট কেনার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই সমস্ত বাড়ি বা ফ্ল্যাট কিন্তু আমাদের মনের মতন বা একেবারে সঠিক পরিকল্পনা মত হয় না। যার ফলস্বরূপ ঝামেলা না হলেও কিছুটা আমাদেরকে আপোষ করতে হয়।। তবে আজকের এই বিশেষ প্রতিবেদনে কলকাতার খুব কাছেই একটি দারুণ লোকেশনে আমরা পাঠক বন্ধুদের উদ্দেশ্যে সুন্দর পরিকল্পনা সহ তৈরি একটি বাড়ির ঠিকানা শেয়ার করে নেব। যারা সম্প্রতি বাড়ি কিনতে আগ্রহী রয়েছেন একবার এখানে আসতে পারেন।




আমাদের আজকের লোকেশন হল বিরাটি। যে বাড়িটির কথা বলবো, বিরাটি স্টেশন থেকে সেটাতে পৌঁছাতে গেলে অটো বা টোটো ধরলেই হবে। এখান থেকে এয়ারপোর্টের দূরত্ব মাত্র আড়াই কিলোমিটার। ২ কাঠা ৪ ছটাক জমির উপরে এই বাড়িটি রয়েছে। এখানে গ্রাউন্ড ফ্লোরে আপনারা পেয়ে যাবেন একটি লিভিং রুম, দুটো বেডরুম, কিচেন এবং একটি বাথরুম। সম্পূর্ণরূপে নতুন করে কিন্তু এই বাড়িটাকে রিনোভেট করা হয়েছে। তাই যিনি কিনবেন তাকে কোন অতিরিক্ত খরচ করতে হবেনা।
দোতলায় আপনারা পেয়ে যাবেন একটা বেডরুম, একটা ঠাকুর ঘর, একটা বেলকনি এবং একটি বাথরুম।। বাড়িটির দোতলায় কিন্তু সম্পূর্ণ মার্বেল ফিনিশিং এবং প্রয়োজনীয় জায়গায় টাইলসের ফিনিশিং করা রয়েছে। সমস্ত দিক বিবেচনা করে এই বাড়িটির দাম রাখা হয়েছে ৭০ লক্ষ টাকা। মোটামুটি যাদের এই বাজেট রয়েছে এবং এই বাড়িটি পছন্দ হয়েছে প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখে তারা কিন্তু একদম দেরি করবেন না। দ্রুত নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে বাকি কথা সেরে ফেলুন।
Contact :9330887554
ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/T6CCP3cKUCo











