







নিজস্ব প্রতিবেদন: মাথার উপর একটা নিজস্ব ছাদ না থাকলে কিন্তু কখনই মানুষ নিজেকে প্রতিষ্ঠিত বলে দাবি করতে পারেন না। কর্মব্যস্ত জীবনে এখন সাধারণ মানুষের পক্ষে কিন্তু আর কোন ভাবেই সম্ভব হচ্ছে না নিজেরা দাঁড়িয়ে থেকে বাড়ি তৈরি করার। বেশিরভাগ ক্ষেত্রেই তাই মানুষ নির্ভরশীল হয়ে পড়েছেন রেডিমেড ফ্ল্যাট অথবা অ্যাপার্টমেন্টের উপরে।
তবে এই সমস্ত ফ্ল্যাটের পরিবেশ খুবই বদ্ধ প্রকৃতির হয় এবং জায়গাও অনেকটাই কম থাকে। তাই রেডিমেড বাড়ি কিন্তু এর থেকে বেশি ভালো অপশন। আজকের এই বিশেষ প্রতিবেদনে তাই পাঠক বন্ধুদের জন্য ভালো লোকেশনে একটা দারুন নতুন বাড়ির বিজ্ঞাপন আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। যদি আপনাদের বাড়িটি পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।




আজ আমরা যে বাড়িটি আপনাদের দেখাবো ১ কাঠা ১২ ছটাক জমির উপর এই বাড়িটি নির্মিত হয়েছে। এটা কিন্তু একেবারে ব্রান্ড নিউ রেডিমেড বাড়ি অর্থাৎ কোনরকম ব্যবহার করা হয়নি। যারা পুরনো বাড়ি কিনতে পছন্দ করেন না এটা তাদের জন্য একেবারে আদর্শ। বাড়িটিতে পাঁচটি বেডরুম, তিনটে বাথরুম, দুটি ডাইনিং, দুটি ব্যালকনি এবং গ্যারেজ রয়েছে।
বাড়িটির সামনেই আপনারা পেয়ে যাচ্ছেন ১৬ ফুটের চওড়া রাস্তা। ভেতরে এবং বাইরে খুব সুন্দর ভাবে বাড়িটিতে রং করা হয়েছে, তাই ক্রেতাদের কিন্তু কোন রকমের অতিরিক্ত খরচ হবে না। এছাড়াও এই বাড়িটিতে জল বা ইলেক্ট্রিসিটি সংক্রান্ত কোনো সমস্যাতেও আপনাদের ভুগতে হবে না। অর্থাৎ সবদিক থেকেই এক প্রকার পারফেক্ট বলা যায়।




মধ্যমগ্রাম চৌমাথার কাছেই এই বাড়িটি অবস্থিত রয়েছে। এখান থেকে কলকাতা এয়ারপোর্টের দূরত্ব মাত্র ৭ কিলোমিটার। ১০০ মিটারের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন যশোর রোড। মধ্যমগ্রাম স্টেশন রয়েছে এক কিলোমিটার এর মধ্যে। এছাড়াও স্কুল থেকে শুরু করে বাজার, ব্যাংক এবং এটিএম সবকিছুই কিন্তু আপনারা এই বাড়ি থেকে একেবারে হাতের মুঠোয় পেয়ে যাবেন।
এত দুর্দান্ত লোকেশন এর মধ্যে কম বাজেটের বাড়ি চট করে পাওয়া সম্ভব নয়। সুতরাং পাঠকদের উদ্দেশ্যে বলবো দেরি করে সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। ভালো লাগলে আজই ফোন করে বিস্তারিত তথ্য সংগ্রহ করে বাড়িটি বুক করে ফেলুন। এই ধরনের জমি অথবা বাড়ির খোঁজ পেতে চাইলে নজর রাখতে থাকুন আমাদের পোর্টালের পাতায়
Contact : 8101296304/7003832068.











