







নিজস্ব প্রতিবেদন: নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য অনেকেই কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা বাড়ি তৈরি করতে বা নিজেদের একটা বাড়ি কিনতে আগ্রহী রয়েছেন।। কর্মব্যস্ত জীবনে আজকাল বেশিরভাগ মানুষ ফ্ল্যাটের উপর নির্ভরশীল হলেও অনেকেই কিন্তু বদ্ধ জীবন যাপন খুব একটা পছন্দ করেন না। তাই তাদের কাছে খোলামেলা ছাদ সহ বাড়ি হল প্রথম আর শেষ ভরসা।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই পাঠক বন্ধুদের জন্য শেয়ার করে নিতে চলেছি একটা বিক্রি থাকা বাড়ির বিজ্ঞাপন যা নিশ্চয়ই পছন্দ হবে। সাধারণ মানুষের কিন্তু এই ধরনের একটা বাড়ি হলেই আর অন্য কিছুর প্রয়োজন হয় না। আপনারা যারা সম্প্রতির রেডিমেড বাড়ি কেনার কথা চিন্তা-ভাবনা করছেন একবার আমাদের আজকের এই প্রতিবেদনটা শেষ পর্যন্ত পড়ে নিন। আশা করছি এটা ভালো লাগবে।




আজ আমরা আপনাদের যে বাড়িটি সম্পর্কে জানাতে চলেছি সেটি কলকাতার সোদপুর এলাকায় অবস্থিত। এই বাড়িটিতে দুটি বেডরুম, দুটি বাথরুম, ব্যালকনি, পুজোর ঘর এবং একটি স্টাডি রুম রয়েছে। বাড়িটির সঙ্গে থাকা কিচেন ও কিন্তু বেশ সুন্দর যা আপনাদের সহজেই পছন্দ হবে। বাড়িটি খুব বেশি পুরনো নয় মাত্র তিন বছরের পুরনো সম্পত্তি। চলুন এবার বাড়িতে সম্পর্কে অন্যান্য তথ্য দেখে নেওয়া যাক। এই বাড়িটির প্লট এরিয়া রয়েছে ২৬৭.৫৮ স্কয়ার মিটার । পাশাপাশি বাড়িটির বিল্ডআপ এরিয়া রয়েছে ১১০০ স্কয়ার ফুট এবং কার্পেট এরিয়া ৮৫০ স্কয়ার ফুট।
মেইন রোডের উপর অবস্থিত এই একতলা বাড়িটির দাম রাখা হয়েছে ৭৫ লক্ষ টাকা। বাড়িতে কেনার পর চাইলে আপনারা কিছু ছোটখাট পরিবর্তন খুব সহজেই করে নিতে পারবেন। যারা মোটামুটি ছোট পরিবার নিয়ে থাকতে চান তারা খুব সহজেই এই বাড়িটা কিনে নিতে পারবেন। কলকাতার মতন জায়গায় এই ধরনের বাড়ি পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। বিস্তারিত জানার জন্য আপনারা খুব সহজেই বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার নম্বর 7364863554।











