







নিজস্ব প্রতিবেদন: বাড়ি হল মানুষের কাছে একটা শান্তির জায়গা, যেখানে সারাটা দিন ব্যস্ততার পরে মানুষ এসে একটু নিশ্চিন্তে থাকে। তবে যে সমস্ত মানুষ ভাড়া বাড়িতে বসবাস করছেন তারা জানেন এটা কতটা কষ্টকর। নিজস্ব একটা ছাদ না থাকলে কোন কিছুই কিন্তু শান্তিতে করা যায় না। বর্তমান সময়ে অনেকেই এই কারণে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। তবে সমস্যার ব্যাপার হলো এটাই যে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের পরিবেশও অত্যন্ত বদ্ধ প্রকৃতির।
সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি একটা রেডিমেড বাড়ি কিনে নিতে পারেন তাহলে কিন্তু কিছুটা হলেও নিশ্চিন্তে থাকা যায়। আমাদের বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে বেশ কিছু জমি আর রেডিমেড বাড়ি আমরা এর আগেও আপনাদের সামনে তুলে ধরেছি। আজ নিয়ে চলে এসেছি আবারো ঠিক এমনই একটি প্রতিবেদন। চলুন তাহলে আর অপেক্ষা না করে শুরু করা যাক।




আজকের লোকেশন হল জোকা মেট্রো থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে। বাড়িটার ভেতর আর বাইরের অংশ কিন্তু ভীষণ সুন্দরভাবে ফিনিশিং করে তৈরি করা হয়েছে তা আপনারা প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। টাইলস, মার্বেল থেকে শুরু করে মোজাইকের ফিনিশিংও আপনারা এখানে পাবেন।




বাড়িটার ইন্টেরিয়র ডেকোরেশন যে কোন মানুষেরই পছন্দ হয়ে যাবে এ কথা নিশ্চিন্তে বলতে পারি। বাড়িটার গ্রাউন্ড ফ্লোরে আপনারা পেয়ে যাবেন তিনটে বেডরুম, বিশাল আকৃতির একটি কিচেন, একটি বিশালাকৃতির লিভিং কাম ডাইনি এরিয়া এবং বাথরুম। আড়াই কাঠা জমির উপরেই অসাধারণ সুন্দর বাড়িটা তৈরি করা হয়েছে।।
বাড়িটির খুব কাছেই রয়েছে বাজার, স্কুল, কলেজ, ব্যাংক এটিএম থেকে শুরু করে অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা। এখানে কাগজপত্র আপটুডেট অবস্থায় রয়েছে, তাই ভবিষ্যতে কখনো প্রয়োজন পড়লে আপনাদের কিন্তু লোন নিতে অসুবিধা হবে না। সমস্ত দিক বিবেচনা করে এই বাড়িটার দাম রাখা হয়েছে ৪২ লক্ষ টাকা। আপনাদের মধ্যে যদি কেউ বাড়িটি কিনতে আগ্রহী থাকেন তাহলে একদম সময় নষ্ট না করে নিচের দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করে নিন। ভালো লাগলে অবশ্যই প্রতিবেদনটা পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিতে ভুলবেন না।
Contact : 6290224004
ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/CIE0DJ2FhcQ











