







নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ের কর্মব্যস্ত জীবনে বেশিরভাগ মানুষ কিন্তু রেডিমেড বাড়ি অথবা ফ্ল্যাটের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। যেহেতু এগুলোতে খুব একটা সময় ব্যয় করতে হয় না একদম অল্প খরচেই রেডি টু মুভ অবস্থায় পাওয়া যায় তাই মানুষের কাছে এগুলো বেশ চাহিদা সম্পন্ন। আজকের এই বিশেষ প্রতিবেদনে পাঠক বন্ধুদের উদ্দেশ্যে আমরা তাই দারুন লোকেশন এর মধ্যে একটা ফ্ল্যাট আপনাদের দেখাতে চলেছি । ফ্ল্যাটটি কিন্তু বেশ বড় আর খুবই স্পেস যুক্ত। চলুন তাহলে আর সময় নষ্ট না করে এই ফ্ল্যাট টি সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক যাতে কেনার সময় আপনাদের কোন রকমের সমস্যা না হয়।




আমাদের আজকের লোকেশন হল রিষড়া। এখানে রয়েছে রাস্তার উপরেই একটি 3BHK FLAT, যার আয়তন হল ১০১৩ স্কয়ার ফিট। এটি প্রায় আট বছরের পুরনো সম্পত্তি।রিষড়া স্টেশন থেকে মাত্র ৫০০ মিটারের দূরত্বে এই ফ্ল্যাটটা অবস্থিত। এই ফ্ল্যাটটিতে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর ফিনিশিংসহ তিনটে বেডরুম, একটি আধুনিক ব্যবস্থাসহ বাথরুম, একটি সম্পূর্ণ মডুলার কিচেন, একটি লিভিং রুম আর দুটো বেলকনি। খুব সুন্দর ভাবে ফ্লাটটিতে রংয়ের কম্বিনেশন করে সাজানো রয়েছে তাই পাঠক বন্ধুদের আর আলাদা করে কোন অর্থ খরচ করতে হবে না। তবে আপনারা এই ফ্ল্যাটটিতে কোন রকমের লোনের বন্দোবস্ত পাবেন না। সমস্ত দিক নির্বাচন করে এই ফ্ল্যাটের দাম রাখা হয়েছে মাত্র ৩৪ লক্ষ টাকা।
কোন ছোট ফ্যামিলি থাকলে খুব সহজেই কিন্তু এই ফ্ল্যাটটা কিনে নিতে পারেন। বেশ খোলামেলা জায়গাযুক্ত এই ফ্ল্যাটটা আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। এখানে লিফটের সুবিধার রয়েছে তাই বাড়িতে বয়স্ক লোক থাকলেও কোনো অসুবিধা হবে না। আপনারা যদি এই ফ্ল্যাটটি কিনতে আগ্রহী থাকেন তাহলে আর ভুল করেও সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আগ্রহী থাকলে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে ফেলুন।
Contact : 8240174758











