একদম অল্প খরচে তৈরি করুন ৪ রুমের এই সুন্দর ডিজাইনের বাড়ি, রইলো খরচের পরিমাণ সহ বাড়ির লেটেস্ট ডিজাইন

নিজস্ব প্রতিবেদন: বাড়ি হলো মানুষের কাছে এমন একটা জায়গা যেটা ছাড়া কখনোই কিন্তু নিজেদের জীবনে প্রতিষ্ঠিত বলা সম্ভব নয়। তবে বাড়ি তৈরি করতে গেলে যেটার প্রয়োজন সব থেকে বেশি হয়ে থাকে তা হল মূলধন আর সঠিক পরিকল্পনা। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের একটি চার রুমের বাড়ির সঠিক ডিজাইন শেয়ার করে নিতে চলেছি। সম্প্রতি বাড়ি তৈরি করার কথা চিন্তাভাবনা করছেন এমন মানুষেরা কিন্তু এই পরিকল্পনাটাকে নিশ্চিন্তে কাজে লাগাতে পারেন। তবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নিতে ভুলবেন না।

মোটামুটি যে কোন সাধারণ বাড়ির মতই এটাতেও আপনারা একদম প্রবেশ পথের শুরুতে একটা বারান্দার মতন সিঁড়ির ঘর এবং তার ঠিক বাম দিকে ড্রইংরুম রাখতে পারেন। আপনারা চাইলে ড্রইং রুম দিয়েও বাড়িতে প্রবেশ করার রাস্তা তৈরি করতে পারেন আবার সিঁড়ির ঘর দিয়েও করতে পারেন। এবার সিঁড়ির ঘরের ঠিক ডান দিকে আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন একটা মাস্টার বেডরুম।

ড্রয়িং রুম আর বেডরুমটির ঠিক সামনের দিকে অর্থাৎ ঘরের ঠিক সামনের দিকে আপনারা গ্লাস ডোর লাগিয়ে বারান্দার ব্যবস্থা করতে পারেন।। অবসর সময়ে এই এক টুকরো জায়গাটাই কিন্তু আপনার শান্তির ঠিকানা হয়ে উঠবে। ড্রয়িং রুম থেকে ঠিক কোনাকুনি এবং সিঁড়ির ঘর থেকে সোজাসুজি আপনাদের তৈরি করতে হবে ডাইনিং রুম।

ডাইনিং রুমের ঠিক কোনায় একটা কমন টয়লেট তৈরি করে নিতে পারেন। অন্যদিকে সিঁড়ির ঘরের যে ডানদিকে মাস্টার বেডরুমটির কথা বলা হয়েছিল সেটা সাথেও কিন্তু আপনারা একটা অ্যাটাচ টয়লেট তৈরি করতে পারবেন। যদি কোনো কারণে বাড়িতে অতিথি আসে সেক্ষেত্রে তাদের কোন সমস্যা হবে না। এবার ডাইনিং রুম থেকে ঠিক কোনাকুনি আরও একটা বেডরুম আর এটাচ টয়লেট আপনারা বাড়ির সদস্যদের জন্য তৈরি করতে পারেন,

যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে। ডাইনিং রুম থেকে ঠিক সোজা কিচেন এবং বাম দিকে কোনাকুনি আপনারা তৈরি করে নিতে পারেন আরও একটা বেডরুম। এই রুমটাকে বাচ্চাদের রুম অথবা স্টাডি রুম হিসেবেও কাজে লাগানো যেতে পারে। যদি আপনাদের বাড়ির পেছনে যাবার রাস্তা থাকে সেক্ষেত্রে রান্নাঘর থেকে সেই বন্দোবস্ত করে নেবেন।

যদি আপনারা শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত পরিকল্পনা সীমাবদ্ধ রাখতে চান তাহলে এটুকুই যথেষ্ট। তবে দোতলা করতে চাইলে ঠিক একই প্ল্যানে শুধুমাত্র কিচেন আর ডাইনিং রুমের অংশটা বাদ দিয়ে নিজেদের প্রয়োজন অনুযায়ী রুম আর স্পেস তৈরি করে নিতে পারেন। ইচ্ছে থাকলে দোতলায় ঠাকুর ঘর আর একটা অতিরিক্ত রুম তৈরি করে নেবেন।।

এই বাড়িটি তৈরি করতে একেবারে প্রফেট হিসেব বলতে গেলে আপনাদের প্রায় ৩৫ লক্ষ টাকার কাছাকাছি খরচ পড়বে। তবে এই টাকার অংক আপনাকে অবশ্যই জমি ছাড়াই হিসেব করতে হবে। ইন্টেরিয়র ডেকোরেশন এবং মার্বেল ফিনিশিং যদি আপনি হাই লেভেলের করতে চান তাহলে অবশ্যই আপনার বাজেট আরো বেড়ে যাবে। পরিকল্পনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/5Eu2fsrAhlI

Leave a Comment