







নিজস্ব প্রতিবেদন: মানুষের কাছে বাড়ি হল একটা এমন জায়গা যেটা ছাড়া কখনোই কিন্তু শান্তিতে নিরাপদে পরিবার নিয়ে সুখে থাকা সম্ভব নয়। একটা নির্দিষ্ট বয়সের পর তাই বিভিন্ন রকম ভাবে সকলেই চেষ্টা করে থাকেন নিজস্ব আস্থানা তৈরি করার। তবে এটা কিন্তু কখনোই সঠিক পরিকল্পনা ছাড়া সম্ভব নয়।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই পাঠক বন্ধুদের জন্য নিয়ে চলে এসেছি একদম সাধারন মধ্যবিত্ত মানুষের বাজেটের মাপকাঠিতে তৈরি চার বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন। সম্প্রতি বাড়ি তৈরি করার কথা ভাবছেন অবশ্যই এই সমস্ত মানুষেরা কিন্তু আমাদের আজকের ডিজাইন টা ফলো করতে পারেন।। আশা করছি যা ডিজাইন তৈরি করা হয়েছে তাতে এটা কমবেশি সকলেরই ভালো লাগবে।




চার বেড রুমের এক তলা বাড়ির ডিজাইন কিভাবে তৈরি করবেন?
আজ আমরা যে চার বেডরুম বিশিষ্ট বাড়িটির পরিকল্পনা আপনাদের সাথে শেয়ার করব তাতে একেবারে প্রবেশ পথের শুরুতেই খুব সুন্দরভাবে ডেকোরেশন করে ড্রয়িং রুম তৈরি করা হয়েছে। বাড়িতে গোটা দিনটা কাটানোর জন্য বা আড্ডা দেওয়ার জন্য এই জায়গাটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ড্রয়িং রুম থেকে ঠিক দুদিকেই আপনারা পেয়ে যাচ্ছেন দুটি বেডরুম।




এটির মধ্যে একটিকে খুব সহজেই আপনারা গেস্ট রুম হিসেবে ব্যবহার করতে পারেন। অন্য বেডরুমটি ব্যবহৃত হবে বাড়ির সদস্যদের জন্য। গেস্ট রুমের সাথে একটি অ্যাটাচ বাথরুম অবশ্যই তৈরি করে দেবেন যাতে অতিথীদের কোন সমস্যা না হয়। ড্রয়িং রুম থেকে সোজা গেলেই আপনারা পেয়ে যাবেন ডাইনিং রুম। ডাইনিং রুমের জায়গাটি একটু বড় রেখে আপনারা সেটার সাথেই কিন্তু সিঁড়ির ঘর তৈরি করে নিতে পারেন।




যদি ঘরের সৌন্দর্য ধরে রাখতে চান সেক্ষেত্রে রাউন্ড শেপের সিঁড়ি রাখতে পারেন। ডাইনিং রুমের ঠিক দুদিকে কিচেন আর কমন বাথরুম আপনারা তৈরি করতে পারবেন। কমন বাথরুমের আর কিচেনের ঠিক অপর দুটি পাশে থাকবে আরও দুটি বেডরুম। বাড়ির সদস্য সংখ্যা কম থাকলে আপনারা একটি বেডরুমকে কিন্তু স্টাডি রুম হিসেবেও ব্যবহার করতে পারেন।
মোটামুটি জমি ছাড়া এই বাড়িটি তৈরি করতে গেলে আপনাদের খরচ পড়বে প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকা। তবে মার্বেল ফিনিশিং এবং ইন্টেরিয়র ডেকোরেশন সহ আরো কিছু অতিরিক্ত অর্থ প্রয়োজন হতে পারে। চার বেডরুম বিশিষ্ট এই বাড়িটির পরিকল্পনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না।
ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/OMnSqq5R5-Y











