একদম অল্প খরচে বানিয়ে ফেলুন দুর্দান্ত ডিজাইনের একতলা বাড়ি, আধুনিক ডিজাইন এবং খরচের পরিমাণ সহ রইল বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন: বাড়ি হল সাধারণ মানুষের কাছে একটি অত্যন্ত মূল্যবান সম্পদ যেটা ছাড়া কখনোই নিজেকে জীবনে প্রতিষ্ঠিত বলে দাবি করা সম্ভব নয়। মাথার উপর যদি নিজস্ব ছাদ না থাকে তাহলে একটা বয়সে এসে কিন্তু প্রচুর সমস্যার সৃষ্টি হয়। তাই আজকাল অনেকেই চেষ্টা করেন রেডিমেড বাড়ি অথবা ফ্ল্যাট কিনে ঝামেলা এড়িয়ে যাওয়ার।

তবে এই ফ্ল্যাট বা বাড়ি রেডিমেড অবস্থায় কিনতে গেলেও কিন্তু রয়েছে নানান রকমের সমস্যা। কখনোই এতে পরিকল্পনা নিজের মনের মতন হয়না বা সম্পূর্ণ বাড়িটি আমাদের ইচ্ছে অনুযায়ী তৈরি হয় না। তবে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সাথে একটা দারুন ডিজাইন শেয়ার করে নিতে চলেছি যা সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। এটি একটি একতলা বাড়ির ডিজাইন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

যে ডিজাইনটি আজ আমরা দেখাবো তাতে বাড়িটির ঠিক সামনের অংশে একটা খোলা বারান্দা রাখা হয়েছে।পাশেই একটা গ্রিল দেওয়া বারান্দাও আপনারা পেয়ে যাবেন যেটা রুমের সঙ্গে অ্যাটাচ থাকবে। মূল প্রবেশদ্বার দিয়ে এখানে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম। ড্রয়িং রুমের ঠিক পাশেই রয়েছে একটি মাস্টার বেডরুমসহ অ্যাটাচ টয়লেট। এই মাস্টার বেডরুমটার সাথেই একটা বারান্দা আপনারা পেয়ে যাচ্ছেন। ড্রয়িং রুম থেকে সোজাসুজি আপনারা পেয়ে যাচ্ছেন ডাইনিং কাম লিভিং এরিয়া। ডাইনিং রুমের ঠিক ডান দিক ঘেঁষে সিঁড়ির ঘর রাখা হয়েছে।

ডাইনিং এর বাঁদিকে আপনারা পেয়ে যাচ্ছেন একটি কিচেন এবং তার ঠিক পাশে কমন টয়লেট। বাড়ির পেছনের অংশে পরপর থাকছে দুটো রুম এবং এই দুটো রুমের মাঝখানে একটা লম্বা প্যাসেজের মতন অংশ বাড়ির পেছনের দরজায় চলে গিয়েছে। তবে যদি আপনার বাড়ির পেছনে যাওয়ার রাস্তা না থাকে সেক্ষেত্রে এই দরজাটি কিন্তু তৈরি করার প্রয়োজন নেই।।

বরং তার জায়গায় আপনারা দুটো রুম পাশাপাশি একসাথে তৈরি করে একটু বড় হবে বানাতে পারেন।। মোটামুটি এই বাড়িটি তৈরি করতে গেলে আপনাদের খরচ হবে প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকার কাছাকাছি। তবে যদি আপনারা ফ্লোরিং এবং ইন্টেরিয়ার ডেকোরেশন এর উপর খুব বেশি খরচ না করতে চান সেক্ষেত্রে কিন্তু আরও কমে এই বাড়িটা তৈরি হয়ে যেতে পারে।

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/m3tb4xspjEk

Leave a Comment