







নিজস্ব প্রতিবেদন: বাড়ি হলো মানুষের কাছে এমন একটি জায়গা যেখানে সারা দিনের কাজ কর্মের পর আমরা একটু শান্তি পেয়ে থাকি। আপনাদের মধ্যে অনেকেই হয়তো সম্প্রতি একটি বাড়ি তৈরি করার কথা চিন্তাভাবনা করছেন। তবে উপযুক্ত পরিকল্পনার অভাবে কোন রকমের ব্যবস্থা করতে পারছেন না। তাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি আজকের এই বিশেষ প্রতিবেদন। এখানে ৪ বেডরুমের একটি বাড়ি সম্পর্কে আমরা আলোচনা করব। চলুন আর সময় নষ্ট না করে ডিজাইন টা দেখে নেওয়া যাক।




এই বাড়িটির মূল প্রবেশপথের শুরুতেই রাখা হয়েছে সিঁড়ির ঘর। সিঁড়ির ঘর থেকে দুদিকে থাকছে দুটো রুম। এই দুটো বেডরুমের সাথেই কিন্তু থাকছে একটা করে বারান্দা এবং একটি বেডরুমের সঙ্গে থাকছে টয়লেট। সিঁড়ির ঘর থেকে সোজাসুজি বেরিয়ে আপনারা পেয়ে যাবেন ডাইনিং রুম এবং এর ঠিক ডানদিকে কমন টয়লেট। ডাইনিং রুমের ঠিক কোনাকুনি আরও একটা বেডরুম এবং সাথে অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে এখানে।
এর ঠিক পাশেই রান্নাঘর এবং তার পাশে আরও একটি বেডরুম রাখা হয়েছে। অর্থাৎ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন চারটে বেডরুম এবং তিনটে বাথরুম। আপনারা যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে বাড়ির সামনে থাকা একটি বেডরুমকে কিন্তু ড্রয়িং রুম হিসেবেও কাজে লাগাতে পারেন। বাড়িটিতে ডাইনিং রুম এমন ভাবে রাখা হয়েছে যে প্রত্যেকটা রুম থেকেই আপনারা এখানে আসতে পারবেন। মোটামুটি এই বাড়িটি তৈরি করতে গেলে আপনাদের খরচ পড়বে ২৫ লক্ষ টাকার কাছাকাছি। কেমন লাগলো আজকের এই বিশেষ ডিজাইন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/H9k232bAikk











