একেবারে সামান্য খরচে তৈরি করুন ৪ বেডরুমের অসাধারণ দোতলা বাড়ি, রইলো খরচের পরিমাণ সহ বাড়ির আধুনিক ডিজাইন

নিজস্ব প্রতিবেদন: আপনাদের মধ্যে অনেকেই হয়তো সম্প্রতি নিজেদের একটা বাড়ি তৈরি করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তবে উপযুক্ত পরিকল্পনার অভাবে সঠিকভাবে এগোতে পারছেন না। সমস্ত পাঠক বন্ধুদের উদ্দেশ্যে আজকে আমরা চার বেডরুমের একটি অসাধারণ বাড়ির ডিজাইন শেয়ার করে নিতে চলেছি যেটা কোনরকম ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করতে হবে অথবা কেমন ডিজাইন থাকবে জানতে হলে নজর রাখুন প্রতিবেদনের পরবর্তী অংশে।

এই বাড়িটির প্রবেশ পথের শুরুতেই একটা কোচ রাখা হয়েছে। এটি যেমন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে ঠিক তেমনভাবেই ঘরের সামনে কিছুটা স্পেস রাখতে সাহায্য করবে। মূল প্রবেশপথের শুরুতেই অন্যান্য বাড়ির মতন এখানেও রাখা হয়েছে ড্রয়িং রুম এবং তার ঠিক দুদিকে দুটি বেডরুম। এর মধ্যে একটা মাস্টার বেডরুম বা মূল বেডরুম হিসেবে থাকবে যার সঙ্গে আপনারা রাখতে পারেন এটাচ টয়লেট। সামনের এই দুটি রুমের সাথেই কিন্তু আপনারা ছোট করে বারান্দা তৈরি করে নিতে পারেন। ড্রয়িং রুম থেকে সোজা বেরিয়েই আপনারা পেয়ে যাবেন ডাইনিং কাম লিভিং রুম।

ডাইনিং রুম থেকে একেবারে ঠিক ডানদিকে রাখা হয়েছে কিচেন এবং কিচেনের লাগোয়া পরপর আরো দুটি বেডরুম। শেষের বেডরুমটা ঠিক পাশেই একটা কমন বাথরুম তৈরি করা হয়েছে বাড়ির সকল সদস্যদের ব্যবহারের জন্য। ডাইনিং রুম থেকে ঠিক কোনাকুনি সিঁড়ির ঘর রাখা হয়েছে এবং সিঁড়ির ঘরের নিচেই করা হয়েছে একটি স্টোর রুম বা বিভিন্ন জিনিসপত্র রাখার জায়গা। মোটামুটি একতলা বাড়ি তৈরি করতে চাইলে আপনারা এই ডিজাইনটা রাখতে পারেন

এই ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন চারটি বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং কাম লিভিং রুম, দুটি টয়লেট এবং একটি কিচেন। যদি আপনারা বাড়িটিকে দোতলা তৈরি করতে চান সেক্ষেত্রে কিচেন এবং ডাইনিং রুম ছাড়া সম্পূর্ণ ফ্লোর প্যান একটু পরিবর্তিত করে একই রাখতে পারেন।। এই পরিকল্পনা অনুযায়ী একতলা বাড়ি তৈরি করতে গেলে আপনাদের খরচ পড়বে প্রায় ৩০ লক্ষ টাকার কাছাকাছি। যদি দোতলা বাড়ি তৈরি করতে চান সেক্ষেত্রে প্রায় ৪০ লক্ষ টাকার কাছাকাছি আপনাদের খরচ পড়বে। কেমন লাগলো আজকের এই বিশেষ ডিজাইন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/oiEbNnyYeyE

Leave a Comment