কম খরচে অল্প জায়গার মধ্যেই তৈরি করে ফেলুন ৩ বেডরুমের একতলা বাড়ি, খরচের পরিমাণ এবং আধুনিক ডিজাইনসহ রইলো বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন: মানুষের মৌলিক চাহিদার মধ্যেই রয়েছে খাদ্য,বস্ত্র এবং বাসস্থানের চাহিদা। এই তিনটে জিনিস ছাড়া কখনোই কিন্তু জীবনের টিকে থাকা সম্ভব নয়। খাদ্য এবং বস্ত্রের যোগান নিজে থেকে চেষ্টা করে করা গেলেও বাসস্থান নিয়ে কিন্তু প্রায় সময় মধ্যবিত্ত সাধারণ মানুষকে খুব ঝামেলার মধ্যে পড়তে হয়।

আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ভাইরাল তিন বেডরুমের বাড়ির ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। কম খরচে কম জায়গার মধ্যেই আপনারা এই বাড়িটা তৈরি করে ফেলতে পারবেন। যারা বাড়ি তৈরি করার আগে ডিজাইন নিয়ে সমস্যায় পড়ে থাকেন, তাদের কিন্তু এই প্রতিবেদনটি অনুসরণ করলে কোন রকমের সমস্যা হবে না। চলুন একটু বিশদে জেনে নেওয়া যাক।

এই বাড়িটির প্রবেশ পথের শুরুতেই একটা ছোট্ট খোলামেলা বারান্দার মতো অংশ রাখা হয়েছে। তারপর মূল প্রবেশদ্বার দিয়ে আপনারা বাড়ির ভেতরে ঢুকতেই শুরুতে পেয়ে যাবেন একটি ড্রয়িং রুম এবং ড্রয়িং রুম থেকে একদম সোজাসুজি সিঁড়ির ঘর কাম ডাইনিং রুম। ডাইনিং রুম আর সিঁড়ির ঘর অর্থাৎ পরবর্তী ফ্লোরে যাওয়ার যে রাস্তা সেটা কিন্তু একই সাথে রাখা হয়েছে।

ড্রয়িং রুমের ডানদিকে আপনারা পেয়ে যাচ্ছেন একটা মাস্টার বেডরুম সহ অ্যাটাচ টয়লেট।। মাস্টার বেডরুমের ঠিক সামনের দিকে একটা বারান্দাও করা আছে। এই যে অ্যাটাচ টয়লেট টা রয়েছে তার ঠিক পাশেই অর্থাৎ ডাইনিং রুমের কোনাকুনি আপনারা পেয়ে যাচ্ছেন কিচেন। আপনারা চাইলে নর্মাল কিচেন রাখতে পারেন অথবা একটু বেশি খরচ করে মডিউলার কিচেনও করতে পারেন।

বাড়ির একেবারে পেছনের অংশে অর্থাৎ ডাইনিং রুম থেকে সোজাসুজি আপনারা পেয়ে যাচ্ছেন পরপর দুটি বেডরুম এবং এই দুটি বেড রুমের মাঝে একটি কমন টয়লেট। সুতরাং এক কথায় এই বাড়িটিতে আপনারা পাচ্ছেন তিনটি বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং কাম লিভিং এরিয়া, একটি কিচেন এবং দুটি বাথরুম। সবমিলিয়ে এই বাড়িটি তৈরি করতে গেলে আপনাদের খরচ হবে প্রায় পঁচিশ লক্ষ টাকার কাছাকাছি এবং বাড়িটি মোটামুটি ২.৫ কাঠা জমির উপরেই ভালোভাবে তৈরি করা যাবে। যদি আপনাদের এই পরিকল্পনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে নিতে ভুলবেন না।

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/_D4c4SVpffU

Leave a Comment