







নিজস্ব প্রতিবেদন: বাড়ি হল সাধারণ মানুষের কাছে একটা এমন আশ্রয় যেখানে সারা দিনের খাটাখাটনির পরে নিশ্চিন্তে কিন্তু বসবাস করা যায়। এটা যদি নিজের মনের মত না হয় তাহলে কেমন লাগবে বলুন তো! আজকের এই বিশেষ প্রতিবেদনে তাই সাধারণ মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা-ভাবনা করে দুই বেডরুমের একটি খুবই সাধারণ একতলা বাড়ির ডিজাইন আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। যদি ডিজাইনটি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।




আজ আমরা যে বাড়ির ডিজাইনটা আপনাদের দেখাতে চলেছি সেটার প্রবেশ পথের শুরুতেই একটা পোরচের মতন অংশ রাখা হয়েছে। এরপর মূল প্রবেশ পথ দিয়ে ঢুকেই আপনারা পেয়ে যাবেন একটা ড্রয়িং রুম। ড্রয়িং রুমের ঠিক বামদিকেই রয়েছে একটা মাস্টার বেডরুম এবং লাগোয়া বেলকনি বা বারান্দা।ড্রয়িং রুম থেকে সোজা দরজা দিয়ে বেরোলে আপনারা পেয়ে যাবেন ডাইনিং রুম সহ সিঁড়ির ঘর বা লিভিং এরিয়া। যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রথম যে মাস্টার বেড রুমটার কথা বললাম সেটার সঙ্গে এটাচ করে সিঁড়ির ঘরের নিচে একটা বাথরুম তৈরি করে নিতে পারেন।।
ডাইনিং রুম থেকে বেরোলেই কোনাকুনি আপনারা পেয়ে যাবেন আরও একটি বেডরুম, তারপর কমন টয়লেট এবং তারপর কিচেন। তাহলে দেখুন এই বাড়িটিতে আপনারা পেয়ে যাচ্ছেন দুটি বেডরুম, দুটি বাথরুম, একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং কাম লিভিং এরিয়ার সহ কিচেন আর ব্যালকনি। মার্বেল ফিনিশিং এবং একটি ভালো ইন্টেরিয়ার ডেকোরেশন সহ এই বাড়িটা তৈরি করতে গেলে আপনাদের খরচ পড়বে মোটামুটি ১৮—২০ লক্ষ টাকা। মূল্যবৃদ্ধির উপর নির্ভর করে দামের পরিবর্তনে কিছুটা হলেও খরচের হেরফের হতে পারে। আরো বিস্তারিতভাবে জানতে চাইলে আপনারা প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটাও দেখে নিতে পারেন।
ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/EWUQyVaqkhI











