বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিকে টুইট করে ৭০ তম জন্মদিনের শুভেছা জানালেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে বিতর্কে জড়ানো কঙ্গনা টুইটারে একটি ভিডিও পোস্ট করে মোদীজির উদ্দেশ্য বলেছেন ” ভারতের সৌভাগ্য এই দেশ আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছে “।
আরো বলেছেন ” আপনার সাথে সেভাবে কথা বলার সুযোগ হয়নি শুধু সাক্ষাতে কয়েকবার ছবি তোলা ছাড়া। সারাদেশের মানুষ আপনাকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে। আপনার মত ভালোবাসা এবং শ্রদ্ধা আগের কোনো প্রধানমন্ত্রী পাননি। আপনার বিরোধিতা করে খারাপ কথা বলা হয় ঠিক কিন্তু এদের সংখা খুবই কম।স্রেফ সামান্য প্রচারের লোভেই আপনাকে জড়িয়ে বিতর্ক করার চেষ্টা করা হয়। আমাদের সৌভাগ্য আপনার মত একজন দেশনায়ক পাওয়ায়।
সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃ-ত্যু-র পর মূলত সোশ্যাল মিডিয়ায় মহারাষ্ট্র সরকার এবং মুম্বাই পুলিশের বিতর্কিত ভূমিকা নিয়ে কঙ্গনা সরব হয়ে ওঠেন। হিন্দি ফিল্ম জগতের স্বজন পোষণ নিয়ে দেশ উত্তাল হয়ে ওঠে তার বিভিন্ন বক্তব্যে।
শিবসেনার সাথে প্রবল বাক বিতন্ডায় জোড়ানোয় কেন্দ্রের মোদি সরকার তার জন্য ওয়াই প্লাস নিরাপত্তার ব্যবস্থা করে।
বরাবর বিজেপি ঘনিষ্ট বলে বলে পরিচিত কঙ্গনা রানাউত।প্রসঙ্গত বলে রাখি নরেন্দ্র মোদির জন্মদিনটি সোশ্যাল মিডিয়ায় এক দল নেতাগরিক জাতীয় বেকার দিবস বা বেরোজগার দিবস হিসেবে পালন করে ।
#HappyBirthdayPMModi 🙏 pic.twitter.com/bmyYFkeVMs
— Kangana Ranaut (@KanganaTeam) September 17, 2020