বিয়ের সিজনে বড়সড় পতন সোনার দামে,রেকর্ড দরের চেয়ে সস্তা ১,৪৫০ টাকা

নিজস্ব প্রতিবেদন: ভ্যালেন্টাইনস উইক এর পাশাপাশি বর্তমানে কিন্তু জমিয়ে চলছে বিয়ের সিজন। এই সময়ে স্বাভাবিকভাবেই সবথেকে বেশি সোনার গয়নার চাহিদা থাকবে তাতে কোন সন্দেহ নেই। বিশেষ দিনগুলোতে প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য হোক অথবা বিয়েতে নববধূকে সাজানোর জন্য এই সময় কিন্তু অনেকেই হয়তো সোনা কেনার কথা চিন্তাভাবনা করছেন। সোনা শুধুমাত্র আমাদের আবেগের সাথে জড়িত এমনটাই নয়, এর সাথে কিন্তু ইনভেসমেন্ট থেকে শুরু করে আরো অনেক কিছুই জড়িয়ে রয়েছে। বিগত বেশ কিছু সময় ধরে যেভাবে সোনার দাম বেড়ে চলেছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। তবে আজ চলে এসেছে বিশাল বড় সুখবর। বিয়ের সিজনের মধ্যেই হলুদ ধাতুর দামে চলে এসেছে বড়সড়ো পতনের খবর।চলুন তাহলে সময় নষ্ট না করে আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে সোনার সাম্প্রতিক বাজার দর জেনে নেওয়া যাক।

১) গতকাল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৭,৯০০ টাকা। আজ সেই দাম কমেছে ৪৫০ টাকা। অন্যদিকে
কলকাতায় শনিবার সকাল ৭টায় ২২ ক্যারাট গহনার সোনার ১০ গ্রামের দাম ৫৪,৯৫০ টাকা হয়েছে, যা রেকর্ড দামের (৫৬,৪০০) থেকে ১৪৫০ টাকা কম। বিয়ের মরশুমে নিঃসন্দেহে এটা মানুষের জন্য একটা দুর্দান্ত খবর হতে চলেছে তাতে কোন সন্দেহ নেই। এদিকে ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম‌ আজ ৫৫,৮০০ টাকা। এবার আসুন এক ঝলক রুপোর দামের উপরে চোখ রাখা যাক।

২) সোনার সঙ্গে পাল্লা দিয়েই রুপোর দাম কিন্তু কম বেশি অনেক সময়ই ওঠানামা করতে থাকে। মানুষও আজকাল রুপোর তৈরি বিভিন্ন গহনাকে বেশ প্রাধান্য দেন। পাঠক বন্ধুদের জন্য জানিয়ে রাখি, ১১ই ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার সোনার পাশাপাশি রুপোর দামও হ্রাস পেয়েছে।প্রতি কেজি রুপোর বাটের দাম পেয়ে আজ ৬৭,১০০ টাকা রয়েছে। অন্যদিকে প্রতি কেজি খুচরো রুপোর দাম‌ আজ ৬৭,২০০ টাকা রয়েছে।

Leave a Comment