







নিজস্ব প্রতিবেদন: বিগত বেশ কিছু সময় ধরেই বিয়ের সিজনে সোনার দাম ব্যাপকভাবে ওঠানামা করছে। শনিবার যদিও দাম অনেকটাই নিম্নমুখী হয়েছিল, তবে গতকাল রবিবার আবারো তা উপরের দিকে। এই মরসুমে সোনার দাম এভাবে উত্থান পতনের কারণে বেশ চিন্তায় রয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা তাতে কোন সন্দেহ নেই। লকডাউনের পর থেকে এমনিতেই মানুষের আর্থিক পরিস্থিতি অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মূল্যবৃদ্ধির বাজারে যদি সোনার দাম এভাবে ওঠানামা করতে থাকে তাহলে বিয়ের সময় কিভাবে সেটা কেনা হবে তাই সব থেকে বড় সমস্যার ব্যাপার।। আসুন এবার সময় নষ্ট না করে এক নজরে সাম্প্রতিক সোনার দর জেনে নেওয়া যাক।




১) পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গতকাল ছুটির দিন অর্থাৎ রবিবার ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের দাম ৫০০ টাকা বেড়ে ৫৭,৩০০ টাকাতে স্থিতিশীল ছিল। পাশাপাশি রবিবার ২২ ক্যারাট গহনার সোনার ১০ গ্রামের দাম ৪৫০ টাকা বৃদ্ধি পেয়েছে ৫৪,৩৫০ টাকা। করোনা আবহে রেকর্ড থেকে এটি মাত্র ১৮৫০ টাকা কম রয়েছে বর্তমানে। অন্যদিকে ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ৪৫০ টাকা বেড়ে ৫৫,১৫০ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন সব মিলিয়ে সাধারণ মানুষের রীতিমত নাজেহাল অবস্থা। আসুন এক নজরে রুপোর দামের উপরেও নজর রাখা যাক।
২) সোনার দামের পাশাপাশি এ দিন বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে রুপোলি ধাতুর দামও। অনেকেই কিন্তু আজকাল হাল ফ্যাশনের বিভিন্ন রূপোর গয়না পরিধান করতে বেশ পছন্দ করে থাকেন। রবিবার অর্থাৎ ১৯ শে ফেব্রুয়ারি প্রতি কেজি রুপোর বাটের দাম ১০০০ টাকা বেড়ে গিয়ে ৬৬,১০০ টাকায় পৌঁছে গিয়েছে। প্রতি কেজি খুচরো রুপোর দামও ১৯০০ টাকা বৃদ্ধি পেয়ে ৬৬,২০০ টাকা হয়েছে।











