সোনার দামে এলো বড়সড় পরিবর্তন, রেকর্ড দরের চেয়ে সস্তা হল ২,৩০০ টাকা

নিজস্ব প্রতিবেদন: যেহেতু বিয়ের শেষ চলছে তাই এই সময়ে সবথেকে চাহিদা সম্পন্ন ধাতু হল সোনা। এমনিতেই গোটা বছর ধরে সোনার চাহিদা থাকে ব্যাপক রকমের। তবে বিয়ের সিজনের কয়েক মাস কিন্তু গহনার দোকানের ভিড় দেখে রীতিমতো অবাক হয়ে যেতে হয়। তবে মূল্যবৃদ্ধির বাজারে এখন সাধারণ মানুষ রীতিমতন নাজেহাল হয়ে পড়েছেন সোনার দাম দেখে। যেভাবে সোনার দামের উত্থান পতন হচ্ছে তাতে সাধারণ মানুষের রীতিমতন চিন্তা হয়ে দাঁড়িয়েছে বিয়েতে কিভাবে সোনা দেবেন তা নিয়ে! আসুন সময় নষ্ট না করে সাম্প্রতিক সোনার দর সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।

জেনে নিন সাম্প্রতিক সোনার দর:

১) পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে গতকাল ২২শে ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৭,০০০ টাকা।এদিন সোনার দাম কমেছে প্রায় ২৫০ টাকা। পাশাপাশি বুধবার সকাল ৭টায় ২২ ক্যারাট গহনার সোনার ১০ গ্রামের দাম ৫৪,১০০ টাকা হয়েছে, যা রেকর্ড দামের (৫৬,৪০০) থেকে ২৩০০ টাকা কম। প্রসঙ্গত উল্লেখ্য করোনা আবহে ২০২০ সালের আগস্ট মাসে সোনার রেকর্ড দাম উঠেছিল ৫৬,৪০০ টাকা। এখনো পর্যন্ত যা রেকর্ড দর হিসেবে রয়েছে। অন্যদিকে গতকাল ২২ ক্যারাট হলমার্ক সোনার সকাল ৭টায় ১০ গ্রামের দাম‌ ছিল ৫৫,৯০০ টাকা।

২) এবার আসা যাক রূপোর দামের কথায়। সোনার দামের পাশাপাশি গতকাল রুপোর দামও কিন্তু বেশ খানিকটা কমেছে। গতকাল প্রতি কেজি রুপোর বাটের দাম ৩০০ টাকা কমে ৬৬,৯৫০ টাকাতে দাঁড়িয়েছে।আর প্রতি কেজি খুচরো রুপোর দাম‌ ৩০০ টাকা কমে ৬৬,০৫০ টাকা হয়েছে।

Leave a Comment