নিজস্ব প্রতিবেদন:-যদিও ইতিমধ্যে দেশে আনলক পর্ব শুরু হয়ে গেছে । তবুও সবকিছু স্বাভাবিক ছন্দে ফিরতে লাগবে এখনও অনেক সময়। দেশজুড়ে দীর্ঘ লকডাউন এর ফলে রীতিমতো ঘরবন্দি অনেকেই । কিন্তু জরুরি কাজের পরিষেবার জন্য অনেকে এখনও যুক্ত কাজের সাথে । তাদের যাতায়াত এর উপায় কি? বাস ,ট্রাম, ট্রেন ,মেট্রো , এমনকি বিমানবন্দর ও বন্ধ। তাহলে পৌঁছাবে কিভাবে কর্মস্থলে? হচ্ছে অনেক খরচ ও। মোটেও সেটি লাভজনক নয়। তাহলে উপায় কি ? উপায় আছে ।
যদিও কলকাতা তে ইতিমধ্যে মেট্রো পরিষেবা চালু হয়েছে তবুও লোকাল ট্রেন পরিষেবা চালু করার জন্য পূর্ব রেল একটি চিঠি দেয় ভারতীয় রেল কে। হাওড়া শিয়ালদা থেকে ১৩ টি বিপুল চাহিদা যুক্ত ট্রেন চালানো আর্জি জানায় পূর্ব রেল । তবে কবে স্বাভাবিক অবস্থায় চলবে লোকাল ট্রেন তা এখনো পরিষ্কারভাবে জানায়নি রেল বোর্ড। এর পাশাপাশি ওই বিপুল চাহিদা যুক্ত ট্রেন গুলি চালালে রেলের কমপক্ষে ২৩ কোটি টাকা আয় হতে পারে। এমনটাই জানিয়েছে পূর্ব রেল ।
এবার সেই পূর্ব রেল তেরোটি ট্রেনের পাশাপাশি আরও পাঁচটি স্পেশাল ট্রেন চালানোর আর্জি জানালো ভারতীয় রেলের কাছে । পুজোর আগে যত তাড়াতাড়ি সম্ভব ওই পাঁচটি স্পেশাল ট্রেন চালানোর ব্যবস্থা করা হোক এমনটাই দাবি পূর্ব রেলের । মোট ১৩টি রুটে স্পেশাল ট্রেন চালানোর আবেদন জানিয়েছিল পূর্ব রেল। হাওড়া, শিয়ালদহ ও মালদা ডিভিশন থেকে এক্সপ্রেস ট্রেন চালু করার আবেদন করা হয়েছিল। ।
কিন্তু এখনই অনুমতি দিতে রাজি নয় রেল মন্ত্রক। আপাতত হাওড়া থেকে গুয়াহাটি, শিয়ালদহ-দিল্লি, হাওড়া-জামালপুরের মধ্যে একটি ও মালদহ-নয়া দিল্লির মধ্যে দুটি স্পেশাল ট্রেন চলবে৷নিত্যদিনের যাত্রীদের সুবিধার কথা ভেবে আগামী দিনে চালু হতে চলেছে পাঁচটি স্পেশাল ট্রেন । এর ফলে নিত্যদিনে যাত্রীদের যাতায়াতের হবে ঢের সুবিধা হবে এমনটাই মনে করছে রেল। এর পাশাপাশি কমবে তাদের খরচ ও ।