দক্ষিণ ২৪ পরগণায় বিষ্ণুপুরের অন্তর্ভুক্ত রঘুদেবপুরের মহিলা মোর্চা নেত্রী রাধারাণী নস্কর গুলিবিদ্ধ হওয়ায় বেফাঁস মন্তব্য করেন বিজেপি সাংসদ অর্জুন সিং।মহিলা মোর্চার তরফে অগ্নিমিত্রা পাল জানান, তৃণমূল এই ধর্ষণ, খুনের রাজনীতি করে মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করতে চাইলেও তারা বিজেপিকে ঠিক এগিয়ে নিয়ে যাবেন ২০২১ এর ভোটের সিংহাসনের দিকে।
রাধারাণী নস্কর, নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হন এই মুহুর্তে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এস এস কে এম হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। যে দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালায় তাদের মধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।অভিযুক্তদের পুলিশি হেফাজতে আলিপুর হাসপাতালে পাঠানো হয়েছে। মূল অভিযুক্ত পঞ্চানন নস্করকে গ্রেফতার করার জন্য থানা ঘেরাও করে এলাকার সাধারণ মানুষ।
স্থানীয় অনেক নেতা ১১৭ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আন্দোলনে মুখ্য ভূমিকা নেন মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপি সাংসদ অর্জুন সিং, জেনারেল সেক্রেটারি ও জোনার অবজার্ভারসঞ্জয় সিং, বিজেপি নেতা গৌতম চৌধুরী সহ অনান্য অনেকে।অর্জুন সিং মন্তব্য করেন,
বাংলা হল দ্বিতীয় পাকিস্তান। তার মতে, বাংলার ঘরে ঘরে এখন বোমা পিস্তল, আগ্নেয়াস্ত্র।