




নিজস্ব সংবাদদাতা: কিছু বিশেষ ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড বিষয়ক নির্দেশক প্রকাশ করলো সংশ্লিষ্ট ব্যাংক সমূহ। পয়লা অক্টোবর থেকে এই সকল ব্যাংক এর ক্রেডিট ও ডেবিট কার্ডের কিছু বিশেষ সুবিধা বন্ধ করে দেওয়া হচ্ছে।





করোনা ভাইরাসএর চোখরাঙানির কারণে এই ব্যাংক গুলোর তরফ থেকে কিছু বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সহ কয়েকটি ব্যাঙ্কের গ্রাহকদের এই সংক্রান্ত বিষয়ে আগেই সতর্কবার্তা দিয়েছিল। বাকি অন্যান্য ব্যাংকগুলোর পক্ষ থেকে নির্দেশিকা আসার পর সেই সব বিশেষ সুবিধে বন্ধ করে দেওয়া হবে অক্টোবর মাসের শুরু থেকেই।
লক ডাউনের সময় আর বি আই এর পক্ষ থেকে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয় যাতে বলা হয় আন্তর্জাতিক, অনলাইন ও কনট্যাক্টলেস ট্রানজাকশানের ওপর জোর দিতে। সেই নির্দেশমতো ব্যাংকগুলোর তরফ থেকে বিশেষ সুবিধে দেওয়া হয়েছিল। একদিকে যেমন ট্রানজাকশনে বিশেষ ছাড় দেওয়া হয়েছিল, তেমনি গ্রাহকদের জন্যে বিশেষ কার্ড ইস্যু করা হয়েছিল এসবিআই, পিএনবি, আইসিআইসিআই, এইচডিএফসি সহ আরো অন্যান্য ব্যাঙ্কের পক্ষ থেকে।





এবার অক্টোবর মাস থেকে তুলে নেওয়া হচ্ছে সেই বিশেষ সুবিধে গুলো। ইতিমধ্যে গ্রাহকদের জানান হয়েছে এই তথ্য। এই বিশেষ সুবিধে যেসব গ্রাহকেরা উপভোগ করছিলেন,তাদের সকলকে মেইল করা হয়েছে । এস বি আই, পি এন বি এর তরফ থেকে এসএমএস পাঠানো হয়েছে গ্রাহকদের।
অক্টোবর থেকে এইসব নিয়মের পাশাপাশি, অন্যান্য নতুন নিয়ম চালু করা হবে। বিভিন্ন ঋণ মিলবে কম সুদে। এছাড়াও 1লা অক্টোবর থেকেই চালু হবে কর্পোরেট কর ছাড়। রিজার্ভ ব্যাংক এর তরফ থেকে জানানো হয়েছে যে এই অক্টোবর মাসে প্রায় 14দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।




