বর্তমানে মানুষ চায় উন্নত মানের জীবনযাত্রা। সেই নিরিখে মানুষ বিভিন্ন ধরনের পরিষেবাগুলি আধুনিকীকরণ এবং স্বচ্ছন্দ রূপে পেতে চান। ট্রেন থেকে শুরু করে বাস সহ বিভিন্ন প্রকার যানবাহন, হোটেল, রেস্টুরেন্ট সর্বত্রই মানুষ উন্নত পরিষেবার খোঁজ করেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে এসেছে এমনই এক ঘটনা যা জেনে বিস্ময়ে অভিভূত হয়েছেন নেটিজেনরা।
মুম্বইয়ের এক অটোচালক। তিনি তাঁর অটোটিকে বানিয়েছেন চমৎকারভাবে। প্রথম কথা, অটোর অন্দরসজ্জা দেখলে চোখ কপালে উঠে যাবে যাত্রীদের। কি না নেই সেই অটোর মধ্যে। একটুখানি জায়গার মধ্যে দারুন পরিকল্পনাকে ভিত্তি করে, ওই অটোচালক বিভিন্ন পরিষেবা দিচ্ছেন অটোর একফালি জায়গার ভিতর। অটো টিতে উঠলেই দেখা যাবে, সিটের নিচে সবুজ রংয়ের কার্পেট বিছানো। পিছনে ডান দিকে ঝুলন্ত একটি ছোট টবে গাছ লাগানো রয়েছে।
পিছনের সিটের ঠিক বিপরীত দিকে রয়েছে একটি ছোটো বেসিন। এই বেসিনের সাথেই রয়েছে হাত ধোয়ার লিকুইড সাবান এবং আয়না। সেই সাথে উপরে রয়েছে দুটো ডাস্টবিন।একটি ডাস্টবিন শুকনো বর্জ্য ফেলার জন্য, এবং অন্য ডাস্টবিন ভিজে বর্জ্য ফেলার জন্য।অটোচালকের পিছনের আসনে রাখা আছে একটি হ্যান্ড স্যানিটাইজার এর বোতল। এছাড়াও অটোর মধ্যে যাত্রীরা পেয়ে যাবেন ব্লুটুথ স্পিকার, মোবাইল কানেক্টেড টিভি, স্মার্ট ফোনের চার্জিং সিস্টেম, এবং ওয়াইফাই পরিষেবা।এছাড়াও গরমকালে তীব্র দাবদাহের কথা মাথায় রেখে, অটোচালক যাত্রীদের জন্য ফ্যান এবং ঠান্ডা জলের বন্দোবস্ত করে রেখেছেন।
করোনাভাইরাস এর এই ভয়াবহ আবহে ওই অটোর গায়ে বিএমসির বিভিন্ন নির্দেশিকার কথা লেখা রয়েছে। এছাড়াও ওই অটোচালক জানিয়েছেন প্রবীণ নাগরিকরা তাঁর অটোয় , এক কিলোমিটার পর্যন্ত বিনামূল্যে পরিষেবা পান। নবদম্পতিদের বিনামূল্যে ওই অটোতে সফর করান এই অটোচালক। ওই উন্নত মানসিকতাসম্পন্ন অটোচালকের নাম সত্যবান গিট। তাঁর এই সৃজনশীলতাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।
One silver lining of Covid 19 is that it’s dramatically accelerating the creation of a Swachh Bharat…!! pic.twitter.com/mwwmpCr5da
— anand mahindra (@anandmahindra) July 10, 2020