বর্তমানে বাংলায় তথা দেশের মধ্যে স-ন্ত্রা-সে-র ঘোর রাজত্ব চালাচ্ছে করোনা। প্রতিদিনই মৃ-ত্যু হচ্ছে অনেক মানুষের। মৃ-ত্যুভয়কে বিভীষিকাময় সঙ্গী করে নিরন্তর জীবনের সাথে ল-ড়া-ই করে চলেছে মানুষজন। সকলেই স্বপ্নয়য় চোখে চেয়ে রয়েছে সেই স্বাভাবিক দিনগুলি ফেরার অপেক্ষায়। এইসময় দেশের মানুষের উচিৎ সকলের সাথে সকলের ঐক্যবদ্ধভাবে মিলেমিশে এই কঠিন পরিস্থিতির বি-রু-দ্ধে লড়াই করা।
সেইসাথে রাজনৈতিক নেতাদেরও উচিৎ এই স-ঙ্ক-টময় পরিস্থিতির মধ্যে সকলের কাজের মধ্যে সমন্বয় সাধন করা। কিন্তু তা আর হচ্ছে কোথায় ? এই আ-শ-ঙ্কা-র ঘনঘটার মধ্যেও অ-ব্যা-হ-ত রাজনৈতিক দলগুলির একে অপরকে কাদা ছোঁড়াছুঁড়ির নোংরা খেলা। এখনও আমফানের ক্ষ-তি-পূ-র-ণ, রেশন দূ-র্নী-তি থেকে শুরু করে করোনার আ-ব-হে রাজ্যের মানুষের সুরক্ষার ব্যবস্থা সবকিছু নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
এবার বিজেপি বিধায়ক অর্জুন সিং এর বিরুদ্ধে উঠেছে কুড়ি কোটি টাকা তছরুপের অভিযোগ। অর্জুন সিং এর বাড়িতে এইজন্য পুলিশের ত-ল্লা-শি হয়েছে। জয়েন্ট কমিশনের অজয় ঠাকুর বলেছেন, “2018 সালে এক সপ্তাহে দুটো বোর্ড মিটিং করা হয়। কাগজে কলমে এই মিটিংয়েই সাড়ে 11 কোটি টাকা 26 জনকে ব্যাংক লোন দেয়। এই লোনের টাকা বিভিন্ন একাউন্টে ঢুকে পড়ে। কিন্তু তারপরে এই টাকাগুলি একটি নির্দিষ্ট একাউন্টে ঢুকে যায়। ওই নির্দিষ্ট অ্যাকাউন্ট হল সঞ্জিৎ সিং এর।
তাই এই নিরিখে অর্জুন সিং এর বাড়িতে ত-ল্লা-শি চালানো হয়েছে।”এই প্রসঙ্গে অর্জুন সিং তার বি-রু-দ্ধে সমস্ত অভি-যোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, “এইভাবে কখনোই কাগজপত্র তৈরি করে লোন দেয়া যায় না সেটা সকলেই জানে। একটি বোর্ড মিটিংয়ে 16 জন থাকে তারা সকলে মিলে সই করে তবেই লোন দেওয়া হয়। আমি বিজেপি জয়েন করার পর মমতা ব্যানার্জি সরকার আমায় ব্যাংক থেকে সরিয়ে দেয় এবং সেখানে এক নতুন অ্যাডমিনিস্ট্রেটর বসায় কিন্তু মহা-মান্য হাইকোর্ট 8 মাসের মাথায় সেই অ্যাডমিনিস্ট্রেটর কে সরিয়ে দেয়।
এরপরেই অজয় ঠাকুরকে এখানে ট্রান্সফার করা হয় আমাকে শা-য়ে-স্তা করার জন্য। এই অজয় ঠাকুর যাকে পারছে ডাকছে এবং সাদা কাগজে সই করিয়ে দিয়ে তার নামে মা-ম-লা ঠুকে দিচ্ছে। যেখানে মমতা ব্যানার্জি সরকার চলছে সেখানে যে কাউকে আদালতের নোটিশ ধরানো যায়। তবে অজয় ঠাকুর কে আমি পরোয়া করিনা।”ভাটপাড়া, নৈহাটি কো-অপারেটিভ ব্যাংকের বি-রু-দ্ধে কুড়ি কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ এসেছে। যার জন্য প্রধান ভাবে আঙুল তোলা হয়েছে অর্জুন সিং এর দিকে।