আজ আমাদের হাতে হাতে রয়েছে উন্নত স্মার্টফোন। বহির্জগতের সাথে আমরা যথেষ্ট পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছি। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার অনেক জানা অজানা বিষয় চা’ক্ষুষ করতে পারছি আজ ইন্টারনেটের দৌলতে। যে কোনো বিষয়ে জানতে চাইলে তা চট করে হাজির হচ্ছে আমাদের চোখের সামনে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা পৃথিবীর নানান প্রান্তের নানা মানুষের বিভিন্ন প্রতিভার নি’দর্শন গু-লিও প্রত্যক্ষ করতে পারছি।
এমনিতেই ক’রোনা’র লক’ডাউনে এখন সবাই গৃহ’ব’ন্দি থেকে আরো বেশী করে ঝুঁ-কে পড়েছে নেটদুনিয়ায়। বিরাট অবসর সময়ে মানুষ সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে বিভিন্ন বিষয়। কেউ রান্না করছেন, কেউ গান করছেন, আবার কেউ সুন্দর নৃত্য পরিবেশন করছেন। অনেককেই শারী’রিক ক’স’রৎ দেখাতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে এই সময়ে সেলিব্রিটিরা ক’রো’না আবহে আরো বেশি করে সোশ্যাল মিডিয়ার প্রতি অনুরক্ত হয়ে পড়েছেন।
প্রায়শই ওই বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা তাদের বিভিন্ন ফটো ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন দু’র’ন্ত গতিতে ভা’ইরা’ল হয়ে চলেছে। এবার সোশ্যাল মিডিয়ায় ভা’ইরা’ল হল এক অভিনেত্রীর অ’সাধা’রন নাচের একটি ছোট্ট ভিডিও। ওই ভিডিওতে দেখা গিয়েছে হিমাচল পাহাড়ের কোলে গোলাপি এবং সাদা রঙের উ’ষ্ণ পোশাকে বেশ মোহ’ময়ী ভঙ্গিতে নাচছেন ওই অভিনেত্রী। হিন্দি সিনেমার একটি বিখ্যাত গান ‘বর্ষো রে মেঘা মেঘা’ এর সাথে পা মেলাচ্ছেন তিনি।
ব্যাকগ্রাউন্ড এর প্রাকৃতিক পরিবেশ টি অসাধারণ দেখা গিয়েছে এই ভিডিওটিতে। ভিডিওটি দেখে মুগ্ধ হয়েছেন আপামর নেটিজেনরা। 2 ঘণ্টা আগে এই ভিডিওটি আপলোড হতেই এখনো পর্যন্ত পাঁচ হাজারের বেশি লাইক পড়ে গিয়েছে। ইনস্টাগ্রামে এই মোহময়ী ভঙ্গির নাচের ভিডিওটি আপলোড করেছেন অভিনেত্রী অর্চনা গুপ্ত। তিনি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ফটো এবং ভিডিও আপলোড করে থাকেন।