বাড়িতে থাকা পেয়ারা গাছে এই তিনটে টিপস প্রয়োগ করে দেখুন, সর্বদাই গাছ ভরে থাকবে ফুলে ফলে

নিজস্ব প্রতিবেদন : বাগানপ্রেমী মানুষদের কাছে গাছপালাই হল সবকিছু। যদি আপনিও একজন বাগানপ্রেমী মানুষদের মধ্যে হয়ে থাকেন তাহলে আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পেয়ারা গাছ সংক্রান্ত তিনটে বিশেষ টিপস শেয়ার করে নেব যাতে গোটা বছর ধরেই কিন্তু গাছ ফুলেফলে ভরে থাকবে।। অনেক ক্ষেত্রেই পেয়ারা গাছে ফুল আসলে সেটা ঝরে পড়ে যায় অথবা ফলে পরিণত না হওয়ার মতন সমস্যা লক্ষ্য করা যায়। তবে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন টি ফলো করলে কিন্তু আপনাদের এরকম কোন সমস্যার মুখোমুখি হতে হবে না আর ফলনও পাবেন ব্যাপক পরিমাণে।

পেয়ারা গাছের পরিচর্যার জন্য বিশেষ তিনটি টিপস:

১)পেয়ারা গাছে কিন্তু খুব বেশি পরিমাণ রুট বাউন্ড হয়ে থাকে। গাছের শিকড় এতটাই বাজেভাবে এঁটে যায় যে গাছ আর জল খাবার ঠিকভাবে গ্রহণ করতে পারে না। তাই অন্ততপক্ষে বছরে একবার আপনাদের পেয়ারা গাছ রিপোর্ট করা প্রয়োজন। এই সময় আপনাদের গাছের শিকড় যতটা সম্ভব কেটে দিতে হবে। এর জন্য আপনারা জৈব সার ব্যবহার করতে পারেন। তবে এই জৈব সারের মধ্যে যেন সমস্ত উপাদান প্রয়োজন মতোই থাকে।

২) সব সময় ছোট টব দিয়ে গাছ লাগানো শুরু করবেন। গাছের হাইট যত বাড়বে টবের আকার ও কিন্তু ততই বাড়াতে হবে। পেয়ারা গাছের উচ্চতা তিন থেকে চার ফুট হয়ে গেলে মোটামুটি আপনাদের ১৮ ইঞ্চির টব প্রয়োজন হবে। পেয়ারা গাছের লম্বা বা খাড়া ডালে খুব বেশি কিন্তু ফুল ধরে না তাই এই সমস্ত ডালগুলিকে আপনাদের বেঁকিয়ে দিতে অথবা কেটে দিতে হবে। তবে গাছের বয়স দুই থেকে তিন বছর না হলে কিন্তু এই পদ্ধতি প্রয়োগ করা যাবে না। 6 থেকে 7 বছর বয়স পর্যন্ত এভাবে আপনারা পেয়ারা গাছের ফলন বাড়িয়ে নিতে পারবেন।

৩) পেয়ারা গাছের যে সমস্ত ফলে খুব বেশি কুড়ি নেই সেগুলিকে দ্রুত কেটে দিন। এগুলি কেটে দিলে আবার নতুন ডাল বেরোবে এবং সেই নতুন ডালে কিন্তু কুড়ি ভরে যাবে।এভাবে কিন্তু আপনারা সারা বছর গাছে ফল ধরে রাখতে পারবেন খুব সহজেই। যখন দেখবেন কোন ডাল বাদামি হওয়ার পর কিছুটা সবুজ হয়ে উঠেছে, সেই বাদামি অংশের থেকে কিছুটা পিছিয়ে আপনাদের ডালটি কেটে দিতে হবে। তবে শুধুমাত্র পেয়ারা গাছ নয় যে কোন গাছ প্রুন করার সময় আপনারা কিন্তু এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন ।

তবে শুধুমাত্র এই তিনটি পদ্ধতি নয় পেয়ারা গাছে কিন্তু ভরপুর কুড়ি আসার পর আপনাদের আরো যত্ন করতে হবে। এই গাছ যেহেতু খুব রোদ ভালোবাসে তাই সবসময় এমন জায়গায় এটিকে রাখার চেষ্টা করবেন যেখানে দিনের ৬ থেকে ৭ ঘন্টা সময় রোদ থাকবে। পেয়ারা গাছে আপনাদের সবসময় ডিপ ওয়াটারিং করতে হবে যাতে কখনোই এর জলের অভাব না ঘটে। তবে যদি অতিরিক্ত বৃষ্টিবাদলা হয়ে থাকে সেক্ষেত্রে প্রয়োজন নেই।

সবশেষে বলবো পরিমাণ মতো জৈব সার এবং অন্যান্য জিনিস যদি আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু গাছে কোন রকমের পোকা লাগবে না এবং গাছ খুব সুন্দর ভাবে বেড়ে উঠে আপনাকে ফল দেবে। আজকের এই বিশেষ প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না। গাছপালা সংক্রান্ত এই ধরনের আরো টিপস পেতে আমাদের পরবর্তী প্রতিবেদন গুলির উপর আপনারা অবশ্যই নজর রাখতে পারেন।।

Leave a Comment