







নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে দেশের বাজারে সরকারি এবং বেসরকারি উভয় চাকরির অবস্থাই কিন্তু খুবই খারাপ। তবুও নিজেদের জীবনে টিকে থাকার জন্য মানুষ বিভিন্ন রকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ আমরা পাঠক বন্ধুদের জন্য নিয়ে চলে এসেছি Meesho কোম্পানিতে কাজের সুযোগ।
কমবেশি এই কোম্পানি তথা এপ্লিকেশনের সাথে আপনারা অনেকেই হয়তো পরিচিত রয়েছেন। আমরা কম-বেশি কিন্তু অনেকেই এই অ্যাপ্লিকেশন থেকে নানান ধরনের অনলাইন শপিং করে থাকি। এই কোম্পানি থেকেই সম্প্রতি কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলুন একটু বিশদে জেনে নেওয়া যাক।




কারা আবেদন করতে পারবেন?
নারী পুরুষ নির্বিশেষে এখানে সকলেই আবেদন করতে পারবেন, তবে ছেলেদের ক্ষেত্রে বয়সসীমা থাকবে ১৮ থেকে ৪০ বছর এবং মেয়েদের ক্ষেত্রে ২০ থেকে ৩৫ বছর।




মোট শূন্য পদের সংখ্যা:
এখানে মোট শূন্য পদ রয়েছে ৩০ টি।
কাজের ভূমিকা:
এখানে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের কাজ রয়েছে। প্রোডাক্ট প্যাকিং থেকে শুরু করে পিকিং, একাউন্টিং, বিলিং, সিকিউরিটি গার্ড,বার কোড বসানো এবং স্টোরকিপারের কাজ আপনাদের করতে হবে।




শিক্ষাগত যোগ্যতা:
এখানে বিভিন্ন পদের জন্য আবেদন করতে গেলে আপনাকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতেই হবে। তবে এমন কিছু বিশেষ পথ রয়েছে যেগুলোর জন্য মাধ্যমিক পাস সহজেই গ্রহণযোগ্য।
কাজের সময় এবং বেতন:
এখানে কাজের সময় থাকছে নয় ঘন্টা যার মধ্যে এক ঘন্টা আপনাদের হবে ব্রেক টাইম। বেতন শুরু হচ্ছে ১৩ হাজার টাকা থেকে। সঙ্গে পিএফ, ই এস আই এবং ইন্সেন্টিভ এর সুবিধা আপনারা পেয়ে যাবেন।




লোকেশন :
কলকাতা




প্রয়োজনীয় ডকুমেন্ট এবং আবেদন পদ্ধতি:
প্রয়োজনীয় ডকুমেন্ট হিসেবে আপনাদের লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, ২ কপি পাসপোর্ট সাইজের ফটো। আবেদন পদ্ধতি জানার জন্য আপনারা আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখে বিস্তারিত process জেনে নিতে পারেন।।











