নিজস্ব প্রতিবেদন:-উত্তরপ্রদেশের ১৯ বছরের মেয়েকে ধর্ষ-ণ এবং খু-নে-র ঘটনাকে কেন্দ্র করে রীতিমত তোলপাড় গোটা দেশ দেশ। সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিজেদের মতো করে প্রতি-বাদে-র মাঠে নেমেছেন। বিভিন্ন রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে প্র-তিবা-দ করা শুরু করে দিয়েছে এবং কোথাও যেন এই প্রতিবাদটা আরো দিন দিন তী-ব্র হচ্ছে ।





বারবার প্রশ্ন উত্তর প্রদেশ সরকার এবং প্রশাসন বি-রু-দ্ধে । তার মধ্যে তর্ক বিতর্ক তো লেগেই আছে । এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্যাতি-তা-র পরিবারের সঙ্গে কথা বলতে গেলে পুলিশ দ্বারা বাধা প্রাপ্ত হয় এই ঘটনা আমরা আগেই দেখেছি।
উত্তরপ্রদেশের নি-র্যাতি-তা-র পরিবারের সাথে দেখা করতে গেলে সাংবাদিকদেরও বাধা দেওয়া হয় । কেড়ে নেওয়া হয় ক্যামেরা। কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী কিছুদিন আগে উত্তরপ্রদেশের নি-র্যাতি-তা-র পরিবার সঙ্গে দেখা করতে গেলে গ্রামের এক কিলোমিটার আগে থেকে পুলিশ দ্বারা তাদেরকে বাধা দেওয়া হয়। তারপর ধাক্কাধাক্কিতে রীতিমতো মাটিতে পড়ে গেছেন রাহুল গান্ধী । ঠিক সেই সময়ই রাজস্থান এ ঘটে গেল আরও একটি নক্কা-রজ-নক ঘটনা । কোথাও যেন উত্তরপ্রদেশের ওই ঘটনার আড়ালে থেকে গেল রাজস্থানে ঘটনাটা ।





প্রসঙ্গত উল্লেখ্য রাজস্থানের এক নাবালিকা অ-ভি-যো-গ আনে যে তার সাথে ও নাকি এরকম ধ-র্ষ-ণে-র ঘটনা ঘটেছে বেশ কয়েকদিন আগে । সেই সূত্রে তিনি তোপ দাগলেন রাহুল গান্ধীর উপর । রাজস্থানের বারান জেলায় ওই মহিলাকে বন্দি করে গণধ-র্ষ-ণ করা হয়েছে। ওই মহিলার বক্তব্য ঠিক যেভাবে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী হযরতের কান্ড কে নিয়ে প্রতিবাদের মাঠে নেমে এগিয়ে গিয়েছেন ঠিক সেভাবেই কেন এলেন না তার নিজের ঘটনাতে ।-
তিনি আরও বলেছেন, “হাথরাশের তরুণীর সঙ্গে আমার কী ফারাক? আমিও হাথরাশের মেয়েটির মতই নি-র্যা-তি-ত হয়েছি। আমিও চাই আমার সঙ্গে ন্যায় হোক। রাহুল গান্ধী বারানে আসুক, আমার সঙ্গে ঘটা অন্যায় শুনুক এবং আমি যাতে বিচার পাই সেই ব্যবস্থা করুক”।





একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী রাজস্থানের নির্যা-তি-তা বলেছেন, ” রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট অন্য রাজ্যে কিছু ঘটলে সেখানে পৌঁছে যান, আর তার নিজের রাজ্যে একবারও খোঁজ নেননা। আমার সঙ্গে এমন জঘন্য ঘটনা ঘটে গিয়েছে কিন্তু তিনি একবারও খোঁজ নেননি”। এর পাশাপাশি নি-র্যাতি-তা জানিয়েছেন গত ১ লা জুলাই তাকে দুজন দু-ষ্কৃ-তী ভ-য় দেখিয়ে নিয়ে অ-পহ-র-ণ করেন এবং লাগাতার এক মাস ধরে একটি ঘরে বন্ধ করে রেখে চালায় মানসিক নি-র্যা-ত-ন ।





তার সাথে সাথে পাল্লা দিয়ে চলতে থাকে ধ-র্ষ-ণ ও । কোন রকম ভাবে পালিয়ে বাঁচে ওই নি-র্যা-তি-তা । এবং থানায় গিয়ে অ-ভি-যো-গ দায়ের করেন । কিন্তু পুলিশ কোনো তৎপরতা দেখায় নি। বরং থানা থেকে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা অবধি নেওয়া হয়নি । যদিও এই ঘটনা সামনে আরো নতুন ভাবে শুরু হয়েছে চা-ঞ্চ-ল্য ।