আবারো বড়োসড় পতন সোনার দামে, রেকর্ড দরের চেয়ে সস্তা ২,১০০ টাকা

নিজস্ব প্রতিবেদন: বিয়ের সিজেনে ক্রমাগত সোনা আর রুপোর দামের উত্থানপতন হয়েই চলেছে। এমতাবস্থায় আবারও কমলো সোনার দাম। স্বাভাবিকভাবেই এটাকে স্বর্ণ ব্যবসায়ীদের জন্য একটা বড় সুখবর বলা যেতেই পারে। আবার সাধারণ মানুষের পক্ষেও এটা একটা বড় সুবিধা তার কারণ এখন আর বিয়ের সিজনে গয়না কিনতে খুব একটা সমস্যা হবে না। চলুন আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক সাম্প্রতিক সোনার বাজার দর।

১) আজ শনিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে সকাল ৭টা অনুযায়ী শুক্রবার ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের দাম ৫৭,২৫০ টাকা হয়েছে। আজকে ৫৫০ টাকা কমে গিয়েছে সোনার দাম। পাশাপাশি কলকাতায় শুক্রবার সকাল ৭টায় ২২ ক্যারাট গহনার সোনার ১০ গ্রামের দাম ৫৪,৩০০ টাকা ছিল যা রেকর্ড দামের (৫৬,৪০০) থেকে ২১০০ টাকা কম। প্রসঙ্গত উল্লেখ্য করোনা আবহে সোনার দাম সর্বোচ্চ মাত্রা ছুয়েছিল। এমনি সোনার দাম কমলেও আজ কিন্তু হলমার্ক সোনার দাম ৫০ টাকা বেড়েছে। ২২ ক্যারাট হলমার্ক সোনার সকাল ৭টায় ১০ গ্রামের দাম‌ আজ ৫৫,১০০ টাকা।

২) এবার আসা যাক রুপোর কথায়। সোনার সঙ্গে পাল্লা দিয়ে রুপোর দামেরও কিন্তু প্রচুর হেরফের হয়ে থাকে।প্রতি কেজি রুপোর বাটের দাম পেয়ে আজ ৩০০ টাকা বেড়ে ৬৬,০৫০ টাকা হয়েছে। এছাড়াও প্রতি কেজি খুচরো রুপোর দাম‌ও ৩০০ টাকা বৃদ্ধি পেয়ে আজ ৬৬,১৫০ টাকাতে দাঁড়িয়েছে।

Leave a Comment