নিজস্ব প্রতিবেদন:-করোনা আবহাওয়ার WHO প্রথমদিকে জানিয়েছিল বড় জমায়েত যেমন ভাবে হোক এড়ানোর কথা । বড় জমায়েত থেকে ছড়াতে পারে সং-ক্র-মণ কার্যত মানুষজন ব্যাংকের এটিএম এর লাইন ছেড়ে এখন ডিজিটাল লেনদেন কে বেশি প্রাধান্য দিয়েছেন। আর্থিক দুর-বস্থা জন্য SBI তাদের গ্রাহকদের জন্য একের পর এক নতুন নতুন সিদ্ধান্ত। নিয়েছে অত্যাধুনিক সব ব্যবস্থা ।কিন্তু কথায় আছে যত আইন তার তত ফাঁক । এবার সেই কথা আরো একবার প প্রমাণ হলো। এমনটাই জানাচ্ছে এস বি এস বি আই তরফ থেকে । জানানো হয়েছে কি? । SBI তাদের কোটি কোটি গ্রাহক দের প্রতি বিশেষ সতর্কবার্তা দিয়েছে । কেন বা কিসের জন্য সতর্কবার্তা? আসুন দেখে নেওয়া যাক ।
এমনটা হতেই পারে আপনি এসবিআই গ্রাহক এবং আপনার মোবাইলে এসেছে একটি ইমেইল সেই মেলে দেওয়া আছে একটি লিংক। লিংক এ ক্লিক করতেই উদাও একাউন্ট এর যাবতীয় টাকা । নিমিষের মধ্যে হয়ে যেতে পারে সারা জীবনের পরিশ্রম করে জমানো উপার্জন। উধাও? একদমই ঠিক শুনেছেন । এরকম ফ্রড কেস হয়েছে এস এস বি আই গ্রাহকদের সাথে । তাই এসবিআই কর্তৃক তাদের গ্রাহকদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা জা-রি করেছে । এর পাশাপাশি এই ফ্রড কেস থেকে বাঁচার উপায় জানিয়েছে । কিসের উপায় আসুন দেখে নেওয়া যাক।
SBI এই টুইট বার্তায় দেশের কোটি কোটি গ্রাহকদের সত-র্ক করে জানিয়েছে, স্টেট ব্যাংকের নাম ও লোগো ব্যাবহার করে ভু-য়ো ইমেইল পাঠাচ্ছে। এরকম কোনো মেল ব্যাংকের তরফে পাঠানো হচ্ছে না৷ তাই গ্রাহকদের এই মেল গু-লি খুলতে বারন করা হয়েছে। পাশাপাশি এই ধরনের ইমেল গুলিকে চিহ্নিত করতে রিপোর্টও করার কথাও বলা হয়েছে। এর পাশাপাশি এস দিয়ে একটি লিংক দিয়েছে যে লিঙ্ক থেকে আপনি এই ফর্ড মেসেজ এর ক্ষেত্রে রিপোর্ট করতে পারেন দেশের সাইবারক্রাইম সাইবার পুলিশ সাইরেন ঘটনাটি তদ-ন্ত করছে
পাশাপাশি এই সাথে স্টেট ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং এর লিংকও দিয়েছে। যার সাহায্যে ইন্টারনেট থেকে সুর-ক্ষিত ভাবে টাকা লেনদেন করতে পারবে গ্রাহকেরা।সাইবার ক্রা-ইমে অভিযোগ জানানোর জন্য রাজ্যের নাম, লগ ইন আইডি, মোবাইল নাম্বার ও ওটিপি দিতে হবে। নতুন ব্যাবহারকারীদের ক্ষে-ত্রে আগে রেজিস্ট্রার করতে হবে। রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলেই আপনি অভিযোগ জানাতে পারবেন । বাঁচিয়ে নিতে পারবেন আপনার সারা জীবনের পরিশ্রম করা উপার্জন।
What to know: Fraudsters are sending emails that appear to be from #SBI.
What to do: Report such scam emails to – https://t.co/6ovJsbzVJc
Our Internet Banking link – https://t.co/7JnKEKE7zP
Think Before You Click.#INB #StateBankOfIndia #SafeBanking #SecurityTips #OnlineSBI pic.twitter.com/MSOXdOnpyt
— State Bank of India (@TheOfficialSBI) September 24, 2020